Advertisement
E-Paper

বাফটাতেও #মি টু-র ছোঁয়া

গোল্ডেন গ্লোবের ধাঁচে বাফটা অ্যাওয়ার্ডসেও কালো পোশাকে যোগ দেওয়ার পরিকল্পনা নিয়েছেন ব্রিটিশ ও আইরিশ অভিনেত্রীরা। শুধু তা-ই নয়, যৌন হেনস্থা রুখতে খোলা চিঠি লিখলেন ব্রিটেন ও আয়ারল্যান্ডের অন্তত ২০০ অভিনেত্রী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৪২
এমা ওয়াটসন এব‌ং কিরা নাইটলি

এমা ওয়াটসন এব‌ং কিরা নাইটলি

কালো পোশাকের ঢল নামবে রেড কার্পেটে। হলিউডের পথে এ বার ব্রিটেনেও ‘#মি টু’।

গোল্ডেন গ্লোবের ধাঁচে বাফটা অ্যাওয়ার্ডসেও কালো পোশাকে যোগ দেওয়ার পরিকল্পনা নিয়েছেন ব্রিটিশ ও আইরিশ অভিনেত্রীরা। শুধু তা-ই নয়, যৌন হেনস্থা রুখতে খোলা চিঠি লিখলেন ব্রিটেন ও আয়ারল্যান্ডের অন্তত ২০০ অভিনেত্রী। তাতে সই করেছেন এমা টমসন, কিরা নাইটলি ও এমা ওয়াটসনের মতো অনেকে। কাজের জগতে যৌন হেনস্থা রুখতেই এই পদক্ষেপ, জানাচ্ছেন তাঁরা। আরও এক ধাপ এগিয়ে ব্রিটেনের ‘বিচার ও সমানাধিকার’ তহবিলে ১০ লক্ষ পাউন্ড দান করেছেন এমা ওয়াটসন। তহবিলটি তৈরিও করেছেন ১৯০ জন অভিনেত্রী। তাঁদের সঙ্গে ওই দলে রয়েছেন আরও ১৬০ জন— এঁদের কেউ শিক্ষাবিদ, কেউ সমাজকর্মী। তহবিল তৈরির উদ্দেশ্যই হল নিগৃহীত মেয়েদের সাহায্য করা, তাঁদের সুবিচার পাইয়ে দেওয়া। কিরা ও টম হিডলটন দিয়েছেন ১০ হাজার পাউন্ড।

খোলা চিঠিতে লেখা হয়েছে, ‘‘বাফটা অ্যাওয়ার্ডসকে উপলক্ষ করে এই আন্দোলন শুরু হচ্ছে মাত্র। এটাই চূড়ান্ত সময় একে অপরের পাশে থাকার। আন্তর্জাতিক ক্ষেত্রে একে আন্দোলনের চেহারা দেওয়ার সময়। ইন্ডাস্ট্রিতে একটা ছোট্ট বদলের থেকে অনেক বড় এই আন্দোলন।’’

Bafta’s red carpet Sexual Harassment London ব্রিটেন রেড কার্পেট
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy