Have you seen these videos of Virushka's wedding? dgtl
দেখে নিন বিরাট-অনুষ্কার বিয়ের সমস্ত ভিডিও
দুই তারকাই ট্র্যাডিশনাল পোশাকে সেজেছিলেন। হিন্দু মতে বিয়ে হয়েছে তাঁদের। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা ছাড়া বলিউড বা ক্রিকেট মহলের কেউই উপস্থিত ছিলেন না ইতালির এই হাই প্রোফাইল বিয়েতে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৭ ১২:২৪
এনগেজমেন্টের অনুষ্ঠানে দুই লভ বার্ডস।
ঠিক এমনটাই বোধহয় চেয়েছিলেন বিরাট-অনুষ্কা। পাপারাৎজিদের ‘আক্রমণ’ চাননি। কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরিয়েও রাখতে চাননি নিজেদের। তাই ইতালির তাস্কানির বর্গ ফিনোচ্চিয়েতোতে চরম গোপনে রূপকথার বিয়ে সারলেও ফ্যানদের নিরাশ করলেন না বিরুষ্কা।
আংটি বদল থেকে শুরু করে হলদি, মেহন্দি এবং শেষমেশ বিয়ে পর্ব। সবকিছুই ভাগ করে নিলেন দেশজুড়ে তাঁদের অগণিত ভক্তদের সঙ্গে।
বিয়ের অনুষ্ঠান শেষ হতেই প্রথম টুইটটি আসে সদ্য বিবাহিত বিরাটের তরফে থেকে। কিছুক্ষণের মধ্যেই অন্য একটি ছবি দিয়ে সেই একই কথা লেখেন নববধূও।
টুইটটিতে লেখা ছিল, ‘আজ আমরা একে অপরকে প্রমিস করলাম। ভালবাসায় বাঁধা থাকব দুজনে। আপনাদের সঙ্গে খবরটা শেয়ার করতে পেরে খুব ভাল লাগছে। এই দিনটা আমাদের পরিবার, বন্ধু ও সমর্থকরা পাশে থাকায় আরও স্পেশ্যাল হয়ে গেল। সব সময় আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।’
A post shared by Pinkvilla (@pinkvilla) on দুই তারকাই ট্র্যাডিশনাল পোশাকে সেজেছিলেন। হিন্দু মতে বিয়ে হয়েছে তাঁদের। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা ছাড়া বলিউড বা ক্রিকেট মহলের কেউই উপস্থিত ছিলেন না ইতালির এই হাই প্রোফাইল বিয়েতেখুন ভিডিও
দেশে ফিরে আগামী ২১ ডিসেম্বর নয়াদিল্লির তাজ ডিপ্লোম্যাটিক এনক্লেভের দরবার হলে এবং ২৬ ডিসেম্বর মুম্বইতে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছেন বিরুষ্কা। সেখানেই হাজির থাকবেন তারকা অতিথিরা।