আরিয়ান, সুহানা বা আব্রাম— শাহরুখ খানের তিন সন্তানই সোশ্যাল মিডিয়ার নজরে থাকেন। কখনও তাদের বেড়াতে যাওয়ার ছবি, কখনও বা পার্টি মুডে সেলেব কিডদের দেখেন দর্শক। এ বার এক রহস্যময়ীর সঙ্গে আরিয়ানের ছবি ভাইরাল হল ওয়েব দুনিয়ায়।
আরও পড়ুন, হিতেন-গৌরীর সম্পর্কে ভাঙন?
জানা গিয়েছে, ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার চত্বরে ছবিটি তোলা হয়েছে। ছবির ক্যাপশনেই রয়েছে সে তথ্য। ওখানেই সিনেমা নিয়ে পড়াশোনা করেন আরিয়ান। দিন দুয়েক আগে সেখানে তোলা ছবিটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন, বিপাশা-কর্ণের লভ লাইফের ছবি প্রকাশ্যে!
কিন্তু আরিয়ানের পাশে থাকা মহিলা কে? তিনি কি আরিয়ানের ক্লাসমেট? নাকি ওই মহিলার সঙ্গে আরিয়ানের বিশেষ কোনও সম্পর্ক রয়েছে, তা নিয়ে নতুন গসিপ চালু হয়েছে ইন্ডাস্ট্রিতে। যদিও আরিয়ান এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দার সঙ্গে আরিয়ানের সম্পর্ক নিয়ে বহু দিন ধরেই গসিপ চালু রয়েছে বলি দুনিয়ায়। তবে তা নিয়ে কখনওই প্রকাশ্যে মুখ খোলেননি কেউই।