দুর্গাপুজো মানেই যেন বেশ কিছু ক্ষেত্রে নিয়ম ভাঙার গন্ধ। কখনও ডায়েট, কখনও বা ডেলি রুটিন— ভেঙেচুরে যায় সব কিছুই। সেলেবরাও ব্যতিক্রম নন। বছরভর শুটিংয়ের অবসরে ছুটি কাটান তাঁরা। অভিনেতা যিশু সেনগুপ্তের পুজো মানে পরিবারের সঙ্গে সময় কাটানো। নিজেই স্বীকার করলেন সে কথা।
আরও পড়ুন, ও কি এ বার পুজোয় আসতে পারবে…
আর ডায়েট? যিশুর কথায়: ‘‘আমি এমনিতেই ডায়েটে খুব একটা বিশ্বাস করি না। আর পুজোর সময় তো কোনও বাছবিচার নেই। বিরিয়ানি ইজ মাস্ট। যে কোনও ধরনের স্টিক থাকবে। এ ছাড়া ফুচকা আর ভেলপুরি তো রয়েইছে। এগুলো তো এনিটাইম, এনিহোয়্যার।’’
আরও পড়ুন, বান্ধবীদের কথা যদি বলতেই হয়…
পুজোর জন্য কি আলাদা কোনও ফ্যাশন স্টেটমেন্ট রয়েছে? যিশুর উত্তর, ‘‘অষ্টমীর সকালের ধুতি-পাঞ্জাবি। ওটা পরতেই হবে। আর বাকি যেটাতে কমফর্টেবল।’’ যদিও যিশু জানিয়েছেন, পুজোতে তিনি কী কী পরবেন তার দায়িত্ব থাকে স্ত্রী নীলাঞ্জনারই। নিজে পছন্দ করে পোশাক কিনলেও নীলাঞ্জনার পছন্দের উপরেই চোখ বন্ধ করে ভরসা করেন তিনি।