গত ২০ ডিসেম্বর সকাল সাড়ে সাতটা নাগাদ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন করিনা কপূর খান। সইফ-করিনার তরফে এক বিবৃতিতে জানানো হয়, তাঁরা ছেলের নাম রেখেছন তৈমুর আলি খান পটৌডী। এ খবর ছড়িয়ে পড়ার পর গতকাল রাত থেকেই একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন, ছেলের নাম তৈমুরই কেন রাখলেন সইফ-করিনা?
আজ বুধবার সকালে খান দম্পতির মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, করিনার ভাইরাল হওয়া ছবিটি ভুয়ো। তৈমুরের কোনও ছবি এখনও মিডিয়াতে দেওয়া হয়নি।
তবে সেলেবদের জীবনে এমন ঘটনা নতুন নয়। বছর পাঁচেক আগে আরাধ্যা বচ্চনের জন্মের পরও ঐশ্বর্যা রাই বচ্চনের একটি ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তখন হাল ধরেছিলেন খোদ অমিতাভ বচ্চন। বিগ বি মিডিয়াকে জানিয়েছিলেন, যে ভাইরাল হওয়া সেই ছবিটি ছিল ভুয়ো।