সিনেমায় তাঁর পথ চলা শুরু ১৯৯২ সালে ‘বেখুদি’ ছবি দিয়ে। ছবিটি চলেনি। কিন্তু তাঁর অভিনয় নজর কাড়ে দর্শকদের। এর পরই ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’-র মতো একটার পর একটা হিট ছবি করেছেন তিনি। সব মিলিয়ে তাঁর ঝুলিতে প্রায় ৩৫টির মতো ছবি রয়েছে। যার বেশির ভাগই বক্স অফিসে হিট। তবে এগুলো ছাড়াও এমন বেশ কিছু হিট ছবি রয়েছে যার কোনওটা ব্যক্তিগত কারণে আবার কোনওটা ব্যস্ত থাকায় কারণে প্রত্যাখান করেছেন কাজল। আজ তাঁর জন্মদিন। ৪২ বছরে পা দিলেন তিনি। বিশেষ এই দিনটা পরিবারের সঙ্গেই কাটাবেন তিনি। আমরা বরং দেখে নিই কোন কোন হিট ছবিতে অভিনয়ের সুযোগ হারিয়েছেন তিনি।
আরও পড়ুন: অক্ষয় বার বার প্যান্ট টেনে তুলছেন কেন? ফাঁস করলেন ইলিয়ানা