গোলাপ ফুলের ব্যাকগ্রাউন্ডে, গোলাপি আভায় মাখা ছবিগুলি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে নজর কেড়েছে মালাবদলের সময় বরের বাঁধভাঙা হাসি। বর বিরাট, কনে অনুষ্কা। আহা!
সোমবার রাতে বিরাট-অনুষ্কার বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে। বলিউড ডিভা অনুষ্কা শর্মা এবং ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহালির বিয়ের এমন লুক দেখে মোহিত গোটা বিশ্ব। নবদম্পতির এমন ট্র্যাডিশনাল সাজের মাস্টারমাইন্ড কে জানেন? সব্যসাচী মুখোপাধ্যায়। হ্যাঁ, বিখ্যাত বাঙালি ডিজাইনার সব্যসাচীর তৈরি করা পোশাক পরেছিলেন অনুষ্কা। বিরাটের ড্রেসও সব্যসাচীরই ডিজাইন করা।
এনডিটিভির খবর অনুযায়ী, সব্যসাচী বলেছেন, ‘বর ও কনের সব অনুষ্ঠানের ড্রেস ডিজাইন করেছি আমরা।’
আসলে, অনুষ্কাই নাকি সব্যসাচীকে বলেছিলেন, বিয়ের সব অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন লুক চান তিনি। সে কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে সমস্ত পোশাক। মেহেন্দির অনুষ্ঠানে অনুষ্কা চেয়েছিলেন উজ্জ্বল রঙের পোশাক। আর অনুষ্কার প্রিয় রং গাঢ় গোলাপি। তাই পিঙ্ক ও অরেঞ্জের মিশেলেই তৈরি হয়েছে অনুষ্কার বিয়ের পোশাক। সব্যসাচী ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন বিরাট-অনুষ্কার বিয়ের নানান ছবি।