Advertisement
E-Paper

বৈষম্য মোছার বার্তা অস্কারের মঞ্চে

তাঁর অস্কার না-পাওয়া নিয়ে এত দিন ঠাট্টা-ইয়ার্কির শেষ ছিল না। ১৯৯৮ সালের সাড়া জাগানো ‘টাইটানিক’-এর জন্য মনোনয়নটুকুও জোটেনি। সেই ১৯৯৩ সাল থেকে পাঁচ বার অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি। তার মধ্যে চার বার অভিনয়, আর এক বার প্রযোজনার জন্য। অবশেষে শিকেয় ছিঁড়ল ছ’বারের বার!

সংবাদসংস্থা

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ০৪:২৪
টাইটানিক মুহূর্ত। কেট উইনস্লেট ও লিওনার্দো দি ক্যাপ্রিও

টাইটানিক মুহূর্ত। কেট উইনস্লেট ও লিওনার্দো দি ক্যাপ্রিও

তাঁর অস্কার না-পাওয়া নিয়ে এত দিন ঠাট্টা-ইয়ার্কির শেষ ছিল না। ১৯৯৮ সালের সাড়া জাগানো ‘টাইটানিক’-এর জন্য মনোনয়নটুকুও জোটেনি। সেই ১৯৯৩ সাল থেকে পাঁচ বার অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি। তার মধ্যে চার বার অভিনয়, আর এক বার প্রযোজনার জন্য। অবশেষে শিকেয় ছিঁড়ল ছ’বারের বার!

সেরা অভিনেত্রী: ব্রি লারসন (রুম)

চলচ্চিত্র বিশেষজ্ঞদের প্রত্যাশা মতো ‘দ্য রেভেন্যান্ট’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার শিরোপা জিতে নিলেন লিওনার্দো দি ক্যাপ্রিও। অস্কার হাতে বললেন, ‘‘সবাইকে ধন্যবাদ। ভাববেন না, আজকের এই সন্ধে আমার কাছে নেহাতই এক মামুলি ঘটনা!’’ দর্শকাসনে তখন তাঁর টাইটানিক-সহযাত্রী কেট উইনস্লেটের চোখের কোণ চিকচিক করছে। কেটের সঙ্গেই লাল কার্পেটে হেঁটে হলিউডের ডলবি থিয়েটারে ঢুকেছেন লিও। আগের না-পাওয়ার প্রসঙ্গ সরাসরি উল্লেখ না করলেও পরে বিশেষ নৈশভোজে রসিকতা করতে ছাড়েননি অবশ্য— ‘‘মূর্তিতে নাম খোদাই করাতে হবে বুঝি? কে জানে, আগে তো কোনও বছর পাইনি!’’

তবে এ বারের অস্কারের ‘শো স্টপার’ কিন্তু লিওনার্দো নন। সেই শিরোপা সহজেই জিতে নিয়েছেন উপস্থাপক, মার্কিন কমেডিয়ান ও অভিনেতা ক্রিস রক। অস্কারের মঞ্চ বর্ণবিদ্বেষের দোষে দুষ্ট, এই অভিযোগ গত কয়েক বছর ধরেই উঠছে। বিশেষ করে হোয়াইট হাউসে যখন এক কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট! গত বারের মতো এ বারও কোনও কৃষ্ণাঙ্গ অভিনেতা কোনও বিভাগেই মনোনয়ন পাননি। অনুষ্ঠানের গোড়াতেই ক্রিস বলেন, ‘‘সাদা মানুষের পছন্দের পুরস্কার অনুষ্ঠানে আপনাদের স্বাগত! ভাগ্যিস উপস্থাপক নির্বাচনটা মনোনয়নের মাধ্যমে হয় না। তা হলে আর কাজটা আমার জুটত না।’’ অস্কারের এই ‘সাদায় মোড়া’ দৃষ্টিভঙ্গির জন্য অস্কার বয়কটের ডাক দিয়েছিলেন হলিউডের বেশ কিছু হাই প্রোফাইল কৃষ্ণাঙ্গ ব্যক্তিত্ব। আজ তাই আসেননি অভিনেতা উইল স্মিথ, তাঁর স্ত্রী জেড এবং পরিচালক স্পাইক লি।

দেশি গার্ল। অস্কার মঞ্চে প্রিয়ঙ্কা চোপড়া

শুধু বর্ণবৈষম্য নয়, আরও নানা বৈষম্যের প্রসঙ্গ আজ উঠে এসেছে অস্কার মঞ্চে। যেমন স্যাম স্মিথ। জেমস বন্ডের নতুন ছবি ‘স্পেক্টর’-এর জন্য সেরা গানের পুরস্কার পেয়েছেন স্মিথ। তিনি আজ তাঁর জেতা পুরস্কারটি উৎসর্গ করেছেন এলজিবিটি সম্প্রদায়কে। বলেছেন, ‘‘এক জন গর্বিত সমকামী মানুষ হিসেবে আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি। আশা করি, এক দিন সারা পৃথিবীর সব মানুষকে এক চোখে দেখা হবে।’’

লিওনার্দোর কথাতে উঠে আসে পরিবেশ-প্রসঙ্গ। ‘‘এই পৃথিবীকে যেমন খুশি ব্যবহার করা বন্ধ করুন। করছি-করব না করে সবাই মিলে নেমে পড়ি চলুন, পরিবেশ রক্ষার জন্য কিছু করি।’’— বলেছেন ৪১ বছরের অভিনেতা। যে ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন লিও, সেটার গল্পও প্রকৃতির সঙ্গে মানুষের অসম লড়াই।

কলেজ ক্যাম্পাসে যৌন নিগ্রহের শিকার যাঁরা, তাঁদের নিয়ে তথ্যচিত্র ‘দ্য হান্টিং গ্রাউন্ড’ সেরা তথ্যচিত্রের মনোনয়ন পেয়েছিল। সেই ছবিতে নিজের লেখা ‘টিল ইট হ্যাপেন্স টু ইউ’ গানটি আজ অস্কার-মঞ্চে গেয়ে শোনান লেডি গাগা। কলেজ চত্বরে যৌন হেনস্থা রুখতে গত দু’বছর ধরে কাজ করে চলেছেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। লেডি গাগাকে মঞ্চে ডেকে নেওয়ার দায়িত্ব দেওয়া হয় তাঁকেই। খুব অল্প সময়ে দরকারি কয়েকটা কথা বলেন বাইডেন। দর্শকাসনে বসা নামজাদাদের ভিড়ের উদ্দেশে বলেন, ‘‘সবাই অঙ্গীকার করুন, কোনও যৌন হেনস্থার ঘটনা জানলে চুপ করে থাকবেন না। যৌন হেনস্থার সংস্কৃতিটাই পাল্টে দেওয়ার চেষ্টা করি আমরা।’’

গান শেষ হওয়ার পরে লেডি গাগা মঞ্চে ডেকে নেন যৌন নিগ্রহের শিকার প্রায় দু’ডজন ছেলে-মেয়েকে। হল তখন ফেটে পড়ছে হাততালিতে, উঠে দাঁড়িয়েছেন সকলে। এই সব কলেজ পড়ুয়া যখন স্টেজ থেকে নামছেন, প্রত্যেককে অভিবাদন জানান ব্রি লারসন। ‘দ্য রুম’ ছবিতে অপহৃত, ধর্ষিত এক মহিলার চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ব্রি।

তর্ক-বিতর্ক তো রয়েইছে। সঙ্গে থাকল দিন বদলের স্বপ্নও। কিঞ্চিৎ ভোল-বদল করা হয়েছে অস্কারের নগ্ন পুরুষ মূর্তিটিতেও। একটু বেশি পেশি, দৃঢ় চিবুক। যা দেখে অস্কার-বিশেজ্ঞরা বলছেন, ‘‘জিমে যেতে শুরু করলেন নাকি মিস্টার অস্কার?’’

এই ঠাট্টার অন্য প্রান্তে রয়েছেন ‘দ্য রেভেন্যান্ট’ ছবির হিউ গ্লাস। এই ছবিতে মোটেও সুন্দর নন লিও। টাইটানিকের সুপুরুষ জ্যাক ডসন নয়, ভালুকে কামড়ানো, ফ্রস্ট বাইটে ক্ষতবিক্ষত মুখের হিউ গ্লাসই অস্কার এনে দিল লিওনার্দো দা ক্যাপ্রিওকে!

‘অসুন্দর’ লিও আর ‘সুপুরুষ’ মিস্টার অস্কারের যুগলবন্দিতেই ৮৮ পেরোলো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy