Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Mahuli Waterfalls

‘বাহুবলী’র কায়দায় জলপ্রপাতে ঝাঁপ, মৃত্যু

পেশায় ব্যবসায়ী ইন্দ্রপাল জলপ্রপাতের ওপর থেকে বাহুবলীর কায়দায় নীচে ঝাঁপ দেন।

‘বাহুবলী’র দৃশ্যে প্রভাস।— ফাইল চিত্র।

‘বাহুবলী’র দৃশ্যে প্রভাস।— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ জুলাই ২০১৭ ১৪:১৩
Share: Save:

‘বাহুবলী’কে নকল করতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর একটি দৃশ্যে দেখানো হয়েছিল বাহুবলী প্রভাস মাহুলি জলপ্রপাত থেকে ঝাঁপ দিয়েছেন। সেই স্টান্ট বাস্তবে নকল করতে গিয়েই মৃত্যু হল এক অনুরাগীর।

জানা গিয়েছে, গত ১৪ জুলাই বন্ধুদের সঙ্গে মহারাষ্ট্রের থানে এলাকার মাহুলি জলপ্রপাত দেখতে গিয়েছিলেন ইন্দ্রপাল পাটিল (২৭) নামে ওই ব্যক্তি। ব্যবসায়ী ইন্দ্রপাল জলপ্রপাতের ওপর থেকে বাহুবলীর কায়দায় নীচে ঝাঁপ দেন। পুলিশ সূত্রে খবর, পর্দার বাহুবলীকে বাস্তবে নকল করার জন্যই নাকি সে দিন বন্ধুদের নিয়ে মাহুলিতে গিয়েছিলেন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন, রাস্তার উপরেই প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়েছে আলিয়াকে!

সাহাপুর থানার শীর্ষ পুলিশকর্তা বি এইচ পওয়ার সাংবাদিকদের বলেন, ‘‘প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবক জলপ্রপাতের ওপর থেকে ঝাঁপ দেন। পা দিয়ে একটা পাথর আঁকড়ে ধরার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। সোজা নীচে পড়ে মৃত্যু হয় তাঁর। পরে বন্ধুরাই তাঁর দেহ জলপ্রপাতের নীচ থেকে বের করেন।’’

যদিও ইন্দ্রপালের ভাই মহেন্দ্রর অভিযোগ, ‘‘আমার দাদা কখনও এমন ঝুঁকির স্টান্ট করবে না। পরিকল্পনা করে এই আক্রমণ করা হয়েছে। কেউ ওকে পিছন থেকে ঠেলে দিয়েছিল।’’

তবে ছবির পর্দায় তারকাদের দেখে ঝুঁকির স্টান্ট নকল করতে গিয়ে এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে। ইন্দ্রপালের মৃত্যুও কি সে কারণেই? নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE