অনুষ্কা শর্মার সঙ্গে যে বিরাট কোহালি ডেটিং করছেন, তা আপনাদের জানা। কিন্তু অনুষ্কা ছাড়াও বিরাটকে ভালবাসেন আরও এক বলি নায়িকা! সে খবর এত দিন জানতেন?
অবাক লাগলেও এ খবর সত্যি। আর সে কথা নিজেই জানিয়েছেন ওই নায়িকা স্বয়ং।
আরও পড়ুন, রুক্মিণীর সঙ্গে কম্পিটিশন? কোয়েল বললেন…
এ বার ভাবছেন, আর এক নায়িকা কে? তিনি হলেন করিনা কপূর।
চমকে উঠলেন? আহা, ক্রিকেটার বিরাটকে ভালবাসেন করিনা, ভালবাসেন বিরাটের খেলা। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী করিনা বলেছেন, ‘‘বিরাট আমার ফেভারিট। ও যেভাবে খেলে আমার দারুণ লাগে। আমরা যে এত ম্যাচ জিতছি, তার পিছনে তো ওর অবদানই মূল। আমার তো মনে হয়, ও এখনই দ্বিতীয় সচিন তেন্ডুলকর হয়ে গিয়েছে।’’
আরও পড়ুন, ফেসবুকে আড্ডা লাইভ @ মহালয়া
বিরাট আপনি শুনলেন? এখন কিন্তু বেগমসাহেবাও আপনার ভক্ত।