পর্দায় তাঁর শরীরী হাতছানিতে এক সময় মজেছিলেন দর্শক। পেশায় তিনি পর্ন তারকা। ছ’য়ের দশকে চুটিয়ে কাজ করেছেন। ১৯৭৯-এর ১৯ অগস্ট প্রয়াত হয়েছেন তিনি। এ বার তাঁকেই মরণোত্তর ‘ব্লু প্লেক’ সম্মান দিল ব্রিটেন। তিনি ম্যারি মিলিঙ্গটন। দেশের সম্মানীয় মানুষদেরই দেওয়া হয় এই পদক৷
আরও পড়ুন
যৌন আনন্দ দিতে না পারায় স্বামীকে ডিভোর্স পর্ন তারকার
মাত্র ৩৩ বছর বয়সে ড্রাগ ওভারডোজে ম্যারির মৃত্যু হয়। সফট পর্ন ছবি ‘কাম প্লে উইথ মি’তে অভিনয় করে তুমুল জনপ্রিয় হয়েছিলেন তিনি। টানা চার বছর ব্রিটেনের একটি হলে চলেছিল সিনেমাটি। পর্ন ইন্ডাস্ট্রিতে যা রেকর্ড। সত্তরের দশকে পুলিশ অফিসারের সঙ্গে টপলেস হয়ে ছবি তুলে হইচই ফেলে দিয়েছিলেন। সম্প্রতি তাঁর জীবন নিয়ে একটি তথচিত্রও তৈরি হচ্ছে, যা কয়েকদিনের মধ্যেই টেলিভিশনেও দেখানো হবে। সব মিলিয়ে ম্যারির এই সম্মানও বিরল বলেই মনে করছেন পেজ-থ্রির একটা বড় অংশ।
ম্যারি মিলিঙ্গটন।