Advertisement
E-Paper

পাতে পড়ার অপেক্ষা, মুক্তি পেল ‘পোস্ত’র পোস্টার

এ বারের গরমের ছুটিতেই বাঙালির পাতে পড়বে ‘পোস্ত’। সৌজন্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। সম্প্রতি মুক্তি পেল তাঁদের নতুন ছবির পোস্টার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ১২:০৯
‘পোস্ত’র পোস্টার। ছবি: টুইটারের সৌজন্যে।

‘পোস্ত’র পোস্টার। ছবি: টুইটারের সৌজন্যে।

এ বারের গরমের ছুটিতেই বাঙালির পাতে পড়বে ‘পোস্ত’। সৌজন্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। সম্প্রতি মুক্তি পেল তাঁদের নতুন ছবির পোস্টার।

আরও পড়ুন, প্রসেনজিত্‌‌কে নিয়ে টুইট করলেন অমিতাভ

পরিচালক জুটির পারিবারিক চেনা ছকের গল্পে এ বার রয়েছে বেশ কিছু নতুন মুখ। এই প্রথম বড়পর্দায় জুটি বাঁধছেন মিমি ও যিশু সেনগুপ্ত। বাবা-মায়ের সঙ্গে সন্তানদের চিরন্তন সম্পর্ক নিয়ে চিত্রনাট্যের জাল বুনেছেন পরিচালকরা। এখনকার বেশিরভাগ বাবা-মা কর্মরত। ফলে বোর্ডিং স্কুলে বা আয়ার কাছে কাটছে সন্তানদের ছেলেবেলা। ফলে কী কী সমস্যায় পড়ছে তারা? এ সব নিয়ে দানা বেঁধেছে ‘পোস্ত’।

মিমি যিশু ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় লিলি চক্রবর্তী প্রমুখ। কেন্দ্রীয় চরিত্রে রয়েছে অর্ঘ্য বসুরায়। অনুপম রায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায় এ ছবিতে সুর দিয়েছেন। শান্তিনিকেতন ও কলকাতা মিলিয়ে হয়েছে ছবির শুটিং।

মিমি যিশু ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় লিলি চক্রবর্তী প্রমুখ। কেন্দ্রীয় চরিত্রে রয়েছে অর্ঘ্য বসুরায়। অনুপম রায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায় এ ছবিতে সুর দিয়েছেন। শান্তিনিকেতন ও কলকাতা মিলিয়ে হয়েছে ছবির শুটিং।

Posto Mimi Chakraborty Soumitra Chatterjee Jisshu Sengupta মিমি চক্রবর্তী সৌমিত্র চট্টোপাধ্যায় যিশু সেনগুপ্ত
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy