শুটিং ফ্লোরে বলিউডের এক প্রবীণ অভিনেতা চড় মারলেন রণবীর সিংহকে! তা-ও আবার এক বার, দু’বার নয়, পর পর ২৪ বার! রণবীর টুইটারে নিজেই এ কথা জানিয়েছেন।
কিন্তু হঠাত্ এ ভাবে রণবীরকে চড় মারলেন কেন ওই অভিনেতা?
আসল ঘটনা খোলসা করে বলা যাক। কাণ্ডটা ঘটেছে, সঞ্জয় লীলা ভংশালীর নতুন ছবি ‘পদ্মাবতী’র শ্যুটিং সেটে। অভিনেতা রাজা মুরাদের সঙ্গে একটি দৃশ্যের শট দিচ্ছিলেন রণবীর৷ পরিচালক সঞ্জয়ও উপস্থিত ছিলেন ঘটনাস্থলে। না, সেখানে কোনও ঝামেলা-অশান্তি হয়নি।
আরও পড়ুন, ‘ম্যাডি’ মাধবনের নতুন ছবি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া
আরও পড়ুন, বিকিনি পরে ছবি শেয়ার করলেন এষা
আসলে, একটি দৃশ্যে রণবীরকে চড় মারার কথা রাজা মুরাদের। স্ক্রিপ্ট অনুযায়ী, তেমন ভাবেই শুটিং চলছিল। কিন্তু চড় মারার শটটা কিছুতেই পছন্দ হচ্ছিল না পরিচালকের৷ শট পছন্দ না হওয়ায় একের পর এক চড় মেরে ‘পারফেক্ট শট’ দিচ্ছিলেন রাজা মুরাদ। আর সেই চড়ই খেতে হচ্ছিল রণবীরকে।
! 🤚🏾
True story! 🤚🏾 #Padmavati pic.twitter.com/Vykn5YzxhU
— Ranveer Singh (@RanveerOfficial) September 2, 2017
এক, দুই, তিন করে শেষ পর্যন্ত ২৪ নম্বর চড়ে গিয়ে নাকি শট মনে ধরে পরিচালকের। ভাবতে পারছেন!
একটি হিন্দি দৈনিকে প্রকাশিত খবরের ছবি টুইট করেছেন রণবীর। নিজেই জানিয়েছেন, এ ঘটনা সত্যি!