Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Entertainment News

‘বাম্পার’ নিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ঋতব্রত

ঋতব্রত মুখোপাধ্যায়ের প্রথম শর্ট ফিল্ম ‘বাম্পার’। মনোনীত হয়েছে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে।

ঋতব্রত মুখোপাধ্যায়। নিজস্ব চিত্র।

ঋতব্রত মুখোপাধ্যায়। নিজস্ব চিত্র।

স্বরলিপি ভট্টাচার্য
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭ ১৫:৩২
Share: Save:

তখন ছেলের ক্লাস টেন। এক বিকেলে বাড়ি ফিরলেন বাবা।

ছেলে: একটা স্ক্রিপ্ট লিখেছি, শুনবে?

বাবা: শোনাও।

(স্ক্রিপ্ট শোনার পর)

বাবা: কী করতে চাও? শুটিং?

ছেলে: হ্যাঁ তা হলে তো ভালই হয়।

‘‘সেই শুরু’’— বললেন শান্তিলাল মুখোপাধ্যায়। শুরু ‘বাম্পার’-এর।

ঋতব্রত মুখোপাধ্যায়ের প্রথম শর্ট ফিল্ম ‘বাম্পার’। মনোনীত হয়েছে ২৩তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। আর ছেলের এই ছবির প্রযোজক বাবা শান্তিলাল।

আরও পড়ুন, সিভি’তে এত কম ছবি কেন? অফার পান না?

ছোট থেকে সাংস্কৃতিক পরিবেশে বড় হয়েছে ঋতব্রত। তাই স্কুল পেরনোর আগেই ছেলের এমন সাফল্যে একটুও অবাক হননি শান্তিলাল। তাঁর কথায়, ‘‘ওর ওপর যে বয়সে যতটা কনফিডেন্স রাখার, আমি রেখেছি। আর ও ওর বন্ধুদের কাস্ট করেছে, তাদের সাহায্য পেয়েছে। আমিও আমার বন্ধুদের বলেছিলাম। সব মিলিয়ে জিনিসটা হয়ে গেল।’’

আরও পড়ুন, ‘ভুতু’ ফের বাংলায় ফিরছে, তবে…

পরিচালক হিসেবে প্রথম পদক্ষেপে খুশি ঋতব্রত। শেয়ার করলেন, ‘‘আমাদের শুটিং শুরু হত, আবার বন্ধ হয়ে যেত। বহু দিন ধরে কাজটা হয়েছে। তবে সকলে যে আমার ওপর ভরসা রেখেছিলেন, এটাই ভাল লাগছে।’’

‘বাম্পার’-এ অভিনয় করেছেন চন্দন সেন, ঋদ্ধি সেন, ধী মজুমদার, রাজর্ষি নাগ প্রমুখ। সম্পাদনা করেছেন অভিনেতা গৌরব চক্রবর্তী। চিত্রভানু বসু সামলেছেন ক্যামেরা। কলকাতা চলচ্চিত্র উত্সবে দেখানোর পর ইউটিউবে ১৫ মিনিটের এই ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে ঋতব্রতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE