ঠিকই পড়ছেন। ছেলের জন্য এ বার হাতা, খুন্তি নিয়ে হেঁশেলে গেলেন সইফ আলি খান। তবে ছেলে অর্থাত্ তৈমুর বা ইব্রাহিম নয়। তা হলে? আরও কোনও ছেলে আছে নাকি সইফের?
আরও পড়ুন, ‘আপনি কি প্রেগন্যান্ট?’ মুখ খুললেন নার্গিস…
না! এর মধ্যে গসিপের গন্ধ না খোঁজাই ভাল। কারণ রিয়েল নয়, রিল লাইফের ছেলের জন্য রান্না করলেন সইফ। বৃহস্পতিবার তাঁর আসন্ন ছবি ‘শেফ’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। সেখানেই বাবা হিসেবে ছেলের জন্য রান্না করতে দেখা গিয়েছে সইফকে।
আরও পড়ুন, মিয়াকে খুনের হুমকি দিল আইসিস!
গল্প অনুযায়ী, ছেলেকে খুশি করতে সব কিছু করতে চান বাবা। কিন্তু কখনও কখনও পেশার চাপে পড়ে ছেলেকে সময় দেওয়া হয় না। জমতে থাকে মনখারাপ। রাজা কৃষ্ণ মেনন পরিচালিত ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, বিক্রম মলহোত্রা এবং বান্দ্রা ওয়েস্ট পিকচার্স। বলি সূত্রের খবর, ২০১৪-এ মুক্তিপ্রাপ্ত একটি হলিউডি ছবির অনুকরণে এই ছবিটি তৈরি করেছেন রাজা। যেখানে একজন শেফের বাস্তব ও পেশাদার জীবনের জার্নি বড়পর্দায় দেখবেন দর্শক।