বলিউড এখনও সলমন-য়ুলিয়ার অ্যাফেয়ার নিয়ে আলোচনা করছে। আর রোমানিয়ান ট্যাবলয়েডে কী খবর ছাপা হল জানেন? সেখানে বলা হচ্ছে রোমানিয়ায় নাকি গোপনে য়ুলিয়ার সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে সলমনের! সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই খবর।
ঘটনাটি ঠিক কী?
সম্প্রতি রোমানিয়ার একটি ট্যাবলয়েডে য়ুলিকাকে ‘দোয়ামনা খান’ বলে উল্লেখ করা হয়েছে। যার অর্থ ‘রয়্যাল মিসেস খান’। ওই ম্যাগাজিনের তরফে দাবি করা হয়েছে, রোমানিয়ায় নাকি লুকিয়ে বিয়েও করে ফেলেছেন সলমন-য়ুলিয়া। যদিও এর সপক্ষে তাঁরা কোনও প্রমাণ দিতে পারেননি।
খবরটা প্রকাশ্যে আসার পরই আলোড়ন শুরু হয়েছে বলি টাউনে। অনেকে বলছেন, য়ুলিয়া প্রথম সারির রোমানিয়ান মডেল। তাই তাঁর সম্পর্কে রোমানিয়ান মিডিয়ার কাছে কিছু এক্সক্লুসিভ খবর থাকতেই পারে। তবে একেবারে বিয়ে! ‘রয়্যাল মিসেস খান’— বলে তাঁকে সম্বোধন করার আগে কোনও একটা প্রমাণ তো চাই। আবার একটা মহলের মতে, বলি ট্রেন্ড মেনেই মিডিয়ার নজরদারি থেকে বাঁচতে হয়তো সত্যিই রোমানিয়ায় গিয়ে বিয়ে করেছেন সলমন!
আরও পড়ুন, খারাপ ব্যবহারের জন্য বিমান থেকে নামিয়ে দেওয়া হল এঁকে!