সলমনের ‘ধর্ষণ’ মন্তব্য নিয়ে এ বার মুখ খুললেন মিস্টার পারফেকশনিস্ট। ‘সুলতান’ ছবির শুটিংয়ে কী রকম শারীরিক পরিশ্রম হয়েছিল, তা জানাতে গিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন সলমন।
আর এর পরেই দেশজোড়া বিতর্কের মুখে পড়েছিলেন নায়ক। কিন্ত এই মন্তব্য নিয়ে ইন্ডাস্ট্রির কেউ বা তাঁর পাশে দাঁড়িয়েছেন, আবার সোনা মহাপাত্রের মতো গায়িকা নিন্দা জানিয়েছেন। কিন্তু এই বিষয়টি এড়িয়ে গিয়েছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশই।
এর আগে কিঙ্গ খান এই বিষয়ে দায় সারা কমেন্ট করেছিলেন। কিন্তু আমির খান একেবারে কড়া ভাষায় সলমনের ‘ধর্ষিতা মহিলা’ শব্দটি ব্যবহারের নিন্দা করলেন।
এই বিষয়ে কী বললেন আমির?
‘দঙ্গল’ ছবির পোস্টার প্রমোশন অনুষ্ঠানে হাজির হয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় সে যা বলেছে তা খুবই দুর্ভাগ্যজনক এবং জ্ঞানহীন’।
আরও পড়ুন: সলমনের ‘ধর্ষণ’ মন্তব্যে কী বললেন শাহরুখ?
‘সামওয়ান স্পেশাল’-এর কথা স্বীকার করলেন খোদ সলমন!