তাঁর রক্তে রয়েছে অভিনয়। মা-বাবা দু’জনেরই পেশা অভিনয়। তাই সারা আলি খানের কাছে বলিউডের প্রত্যাশা যেন কিছুটা বেশি। আপাতত ডেবিউ ছবি ‘কেদারনাথ’ নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে বলি মহলে নিজের মতো রান করতে তৈরি হচ্ছেন সারা। সম্প্রতি তার প্রমাণ মিলেছে তাঁর জিমের ভিডিও দেখে।
আরও পড়ুন, ‘তৈমুরকে ছাড়া ভাল আছি’ কেন বললেন সইফ?
ফিটনেস নিয়ে বরাবারই সচেতন সারা। শোনা গিয়েছে, করিনা কপূরের থেকেও তিনি ফিটনেসের টিপস নিয়েছেন। এ বার তাঁর ওয়ার্কআউটের একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, জিমে রয়েছেন সারা। ট্রেনারের কাছে বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।
আরও পড়ুন এই মহিলার সঙ্গে আরিয়ানের কোনও বিশেষ সম্পর্ক রয়েছে?
আরও পড়ুন এই মহিলার সঙ্গে আরিয়ানের কোনও বিশেষ সম্পর্ক রয়েছে? 🎥ғᴜᴛᴜʀᴇ ʙʟʟʏᴡᴏᴏᴅ
🎥ғᴜᴛᴜʀᴇ ʙʟʟʏᴡᴏᴏᴅ
প্রথমে শোনা গিয়েছিল সারার ফিল্মি কেরিয়ার শুরু হবে কর্ণ জোহরের হাত ধরে। কিন্তু সারার মা অমৃতা সিংহের সঙ্গে কর্ণ জোহরের কিছু সমস্যা থাকায় সেই জল্পনা আর সত্যি হয়নি। তবে সারাকে ফিটনেসের পাশাপাশি অভিনয় নিয়েও নাকি বেশ কিছু টিপস দিয়েছেন করিনা কপূর খান। অনস্ক্রিনে সারা কতটা তা কাজে লাগাতে পারেন সেটাই এখন দেখার। )
)