Advertisement
১৭ জুন ২০২৪

দীপিকা পাড়ুকোনের নতুন ফ্যান সাকিব!

আইপিএলে তিনি শাহরুখ খানের দলের অন্যতম ভরসার জায়গা। দলের মালিকের অন্যতম ফ্যানও বটে। কিন্তু খুব সম্প্রতি আরও এক জনের প্রতি ‘আকৃষ্ট’ হয়েছেন সাকিব অল হাসান। আর সেই আকর্ষণের নাম দীপিকা পাডুকোন।

সংবাদসংস্থা
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৬ ১৩:৩৬
Share: Save:

আইপিএলে তিনি শাহরুখ খানের দলের অন্যতম ভরসার জায়গা। দলের মালিকের অন্যতম ফ্যানও বটে। কিন্তু খুব সম্প্রতি আরও এক জনের প্রতি ‘আকৃষ্ট’ হয়েছেন সাকিব অল হাসান। আর সেই আকর্ষণের নাম দীপিকা পাডুকোন।

দিন কয়েক আগে এক সাক্ষাত্কারে বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার বলেন, “শাহরুখ খানকে আমার বরাবরই খুবই ভাল লাগে। এ ছাড়া আমির খানকেও আমার খুব পছন্দ। তবে ইদানিং যাঁকে আমার সবচেয়ে বেশি ভাল লাগছে তিনি কিন্তু এঁদের কেউ নয়। তিনি দীপিকা পাডুকোন। তাঁর অভিনীত পিকু আমার অত্যন্ত প্রিয়।”

তবে সাকিব যেমন কিঙ্গ খানের ভক্ত, একই ভাবে সাকিবেরও অন্যতম বড় ফ্যান শাহরুখ। দীপিকার ক্ষেত্রেও সমীকরণটা একই কি না তা অবশ্য জানা যায়নি। তবে দীপিকা ছাড়াও কাজল এবং ক্যটরিনারও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সাকিব।

আরও পড়ুন, ট্রেনে ঘনিষ্ঠ রণবীর-দীপিকা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE