দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে যে সোনম কপূরের বিশেষ সম্পর্ক রয়েছে তা নিয়ে বলি মহলের গুঞ্জন দীর্ঘ দিনের। তবে কেউই এখনও প্রকাশ্যে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি। এত দিনে প্রকাশ্যে এল তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি।
আনন্দ আহুজা সম্প্রতি ইনস্টাগ্রামে সোনমের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন। নিউ ইয়র্কের রাস্তায় ইন্দো-ওয়েস্টার্ন আউটফিটে সোনম। তাঁর পাশে রয়েছেন আনন্দ।
আরও পড়ুন, নিজের কিডনিতে শ্রদ্ধার অটোগ্রাফ চাইলেন অনুরাগী!
ইন্ডাস্ট্রি সূত্রে খবর গত দু’বছর ধরে নাকি ডেটিং করছেন সোনম ও আনন্দ। তাঁদের পারিবারিক সম্পর্কও খুব ভাল। এ বছরের জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দর্শকাসনে অনিল কপূরের পাশে বসেছিলেন আনন্দ। সোনম তখন মঞ্চে। আবার সোনমের জন্মদিনেও বিশেষ পার্টির আয়োজন করেছিলেন আনন্দ। ☀️
☀️
সম্পর্ক যে সত্যিই রয়েছে সে বিষয়ে বলি মহলের আর কোনও সন্দেহ নেই। তবে কবে তাঁরা বিয়ে করবেন সে বিষয়ে এখনও কিছু জানাননি সোনম।