অনুরাগ কাশ্যপ তাঁর আগামী ছবি ‘মনমরজিয়া’-র জন্য ঘটিয়ে চলেছেন একের পর এক চমক। এই ছবিতে অভিষেক বচ্চনের কামব্যাক নিয়ে বি-টাউনে এমনিতেই শোরগোল শুরু হয়েছে। ছবিতে অভিষেকের সহ-অভিনেতা ভিকি কৌশল ইনস্টাগ্রামে একসঙ্গে ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন। ‘মনমরজিয়া’ নিয়ে উত্তেজনা তুঙ্গে ওঠে যখন তাপসী পান্নু এই ছবিতে অভিনয় করতে আসেন।
সম্প্রতি অমৃতসরে ছবির শ্যুটে তাপসী পান্নু পঞ্জাবির লুকে ফ্লোরে এসে সকলকে চমকে দিয়েছেন। ‘পিঙ্ক’-এর তাপসী পান্নুকে আর চেনা যাচ্ছে না। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় নিজের ভাল লাগার কথা জানিয়েছেন।
অনুরাগ কাশ্যপ, অভিষেক বচ্চন, তাপসী পান্নু এখন নিজেদের মন মর্জিতে কী করেন এ বার সেটাই দেখার।
বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন