মাত্র ন’মাস বয়সেই সেলেব তকমা পেয়েছে তৈমুর আলি খান। অন্তত সোশ্যাল মিডিয়ায় ছোটে নবাবের জনপ্রিয়তা তুঙ্গে। কখনও মা করিনা কপূরের সঙ্গে বিমানবন্দরে তাকে ফ্রেমবন্দি করছেন পাপারাত্জিরা। কখনও বা বাবা সইফের সঙ্গে তার বিদেশ ভ্রমণের ছবি ভাইরাল হয়েছে। এ বার তার দেখা পাওয়া গেল পরিবারের অন্য এক সদস্যের সঙ্গে।
আরও পড়ুন, ‘শাড়িওয়ালি ভাবি’ আসছে রোজ রাতে!
সম্প্রতি ওয়েব দুনিয়ায় দিদিমা ববিতার সঙ্গে তৈমুরের ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বাড়ির বারান্দায় দোলনায় বসে রয়েছে সে। পাশে রয়েছেন ববিতা। নাতিকে নিয়ে নিজের মতো করে সময় কাটাচ্ছেন এক সময়ের বলি অভিনেত্রী।
আরও পড়ুন, দুই ‘ছেলে’কে নিয়ে প্রকাশ্যে এলেন মিমি!
তৈমুরকে মিডিয়ার সামনে নিয়ে আসতে কোনও আপত্তি নেই সইফ-করিনার। তাঁরা মনে করেন, যেটা স্বাভাবিক সে ভাবেই বড় হয়ে উঠুক তাঁদের সন্তান। তবে কয়েক বছর পর তৈমুরকে বিদেশে বোর্ডিং স্কুলে রেখে পড়ানোর কথাও প্রকাশ্যে ঘোষণা করেছেন সইফ।
তৈমুরের এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।