Advertisement
২৫ এপ্রিল ২০২৪
The Fakir Of Venice

৯ বছর পর মুক্তি পাচ্ছে ফারহান আখতারের প্রথম সিনেমা

চিত্রনাট্য তৈরি ছিল। কলাকুশলী কারা হবেন তাও প্রায় ঠিকই হয়ে গিয়েছিল। কিন্তু প্রযোজকের ‘মতিভ্রম’-এর জন্য অনেকটা দেরি হয়ে গেল। আসলে ফারহান আখতার যে ছবি দিয়ে বলিউডে অভিষেক করেছেন খাতায়কলমে তা তাঁর প্রথম ছবি নয়। ২০০৮-এ ‘রক অন’ দিয়েই সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন ফারহান।

ফারহান আখতারের প্রথম সিনেমা

ফারহান আখতারের প্রথম সিনেমা

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:১৭
Share: Save:

চিত্রনাট্য তৈরি ছিল। কলাকুশলী কারা হবেন তাও প্রায় ঠিকই হয়ে গিয়েছিল। কিন্তু প্রযোজকের ‘মতিভ্রম’-এর জন্য অনেকটা দেরি হয়ে গেল। আসলে ফারহান আখতার যে ছবি দিয়ে বলিউডে অভিষেক করেছেন খাতায়কলমে তা তাঁর প্রথম ছবি নয়। ২০০৮-এ ‘রক অন’ দিয়েই সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন ফারহান। কিন্তু ‘রক অন’ এর আগে অন্য আর একটি ছবির জন্য ফারহান অভিনয় জীবনের শুরুয়াতটা করেছিলেন। ‘ফকির অব ভেনিস’ সেই সিনেমা। ন’বছর পর সেই সিনেমা মুক্তি পেতে চলেছে।

‘ফকির অব ভেনিস’ এর পরিচালক আনন্দ সুরাপুর। ৯ বছর আগেই হয়তো ডেবিউ হত পরিচালকের। কিন্তু, এখন ছবিটা একটু‌ অন্য রকম। পরিচালনা আর অভিনয়ের পাশাপাশি ফারহান এখন এক জন গায়কও। ‘রক অন’-এ ফারহানের সেই প্রতিভা সামনে এসেছিল। ছবিটি মুক্তিও পেয়েছে। কিন্তু, যে ছবি দিয়ে ফারহানের অভিনয়ের শুরু তারই আসতে এতটা দেরি হয়ে গেল। বদলটা সেখানেই।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ সিনেমার পোস্টার

শোনা যাচ্ছে আগামী ১০ মার্চ মুক্তি পাবে ‘ফকির অব ভেনিস’। ছবিতে ফারহান আখতার ছাড়াও আছেন অন্নু কপূর। একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ব্ল্যাক কমেডি। যেখানে মুম্বইয়ের দুই বাসিন্দা ভেনিসে যাত্রা করে। আর সেখানে গিয়ে একটা আর্ট প্রোজেক্ট করবে বলে মনোস্থির করে। আর তার পরেই চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে চলে গল্প।

আরও পড়ুন- ভ্যালেন্টাইনস্ ডে-র আগে রুক্মিণীকে কী উপহার দিলেন দেব?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE