Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অভিমান নিয়েই কি চলে গেলেন সঙ্ঘমিত্রা?

একসময় টালিগঞ্জের অন্যতম পরিচিত মুখ ছিলেন তিনি। সেই অভিনেত্রী সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হল নীরবেই। বয়স হয়েছিল ষাট বছর। গত মাসে ক্যানসারে আক্রান্ত হন।

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ০২:৫৬
Share: Save:

একসময় টালিগঞ্জের অন্যতম পরিচিত মুখ ছিলেন তিনি। সেই অভিনেত্রী সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হল নীরবেই। বয়স হয়েছিল ষাট বছর। গত মাসে ক্যানসারে আক্রান্ত হন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিজের লম্বা কেরিয়ারে অভিনয় করেছেন তিনশোর বেশি ছবিতে, তবু গত কয়েক বছরে নিজেকে টালিগঞ্জ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। ‘‘মা চেয়েছিলেন তাঁর শেষকৃত্যের পরই যেন খবরটা জানানো হয়। আমরা সেই নির্দেশই মেনেছি,’’ বলছিলেন ছেলে অনুরাগ বন্দ্যোপাধ্যায়।

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সঙ্ঘমিত্রা। ১৯৯১ সালে তিনি কেরিয়ার শুরু করেন। তারপর লাঠি, সাথী, মিত্তির বাড়ির বউ, পিতা স্বর্গ পিতা ধর্ম, একবার বল ভালবাসি, ব্ল্যাকমেল, আলোছায়ার মতো অনেক ছবিতে অভিনয় করেন। কিন্তু ইন্ডাস্ট্রির প্রতি কোথাও কি অভিমান ছিল তাঁর? অসুস্থতার খবর তো খুব ঘনিষ্ঠ ছাড়া বিশেষ কেউ জানতেনও না। সেই কারণেই কি ছেলেকেও শেষকৃত্যের পরে খবর দেওয়ার কথা বলে গিয়েছিলেন? উত্তরটা অজানা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sanghamitra bandyopadhyay Actress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE