Advertisement
E-Paper

রিয়ালিটি শো-তে নগ্ন হয়ে দিতে হবে প্রশ্নের উত্তর!

প্রথম ডেট। প্রথম আলাপের পরই একে অপরের পোশাক খুলে দেবেন৷ তারপর একবিছানায় শুয়ে থাকবেন আধঘণ্টা। সেই অবস্থাতে তাঁদের বিভিন্ন প্রশ্ন করা হবে। ইয়েস অথবা নো বাটন প্রেস করে তাঁরা উত্তর দেবেন৷

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ১৬:২৩

প্রথম ডেট।

প্রথম আলাপের পরই একে অপরের পোশাক খুলে দেবেন৷

তারপর একবিছানায় শুয়ে থাকবেন আধঘণ্টা।

সেই অবস্থাতে তাঁদের বিভিন্ন প্রশ্ন করা হবে। ইয়েস অথবা নো বাটন প্রেস করে তাঁরা উত্তর দেবেন৷ সেই উত্তরের ভিত্তিতেই বেছে নেওয়া হবে কে জয়ী?

অবাক হচ্ছেন?

চমকের তো সবে শুরু। আর কয়েক দিনের মধ্যেই মার্কিন মুলুকে এই ফর্ম্যাটেই একটি নতুন রিয়ালিটি শো শুরু হতে চলেছে। চমকপ্রদ এই রিয়ালিটি শো ‘আনড্রেসড’ বদলে দিল ডেটিং তথা রিয়ালিটি শো-র কনসেপ্ট।

ডেটিং নিয়ে এই ধরনের রিয়ালিটি শো প্রথম চালু হয় ইতালিতে৷ সেখানে তুমুল জনপ্রিয় হওয়ায় এ বার সেই ফর্ম্যাটই অনুসরণ করছেন মার্কিনীরা। শোয়ের প্রযোজক ফিজ জানিয়েছেন, ‘‘ডেটিংয়ের এই নয়া পদ্ধতি অত্যন্ত সাহসী এবং সুন্দর৷ এই প্রতিযোগিতায় কখনও নতুন চমক থাকে, কখনও আবার অস্বস্তিকর মুহূর্তও তৈরি হয়৷’’ ইতালিতে এই ধরনের শো-তে অচেনা প্রতিযোগীরা ডেটিংয়ে কোনও আপত্তি করতেন না৷ এখন আমেরিকানরা কতটা এনজয় করেন সেটাই দেখার!

আরও পড়ুন

প্রথম বার ডেটিংয়ে ভুলেও এগুলো করবেন না যেন

tv reality show entertainment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy