কেমন আছেন বলিউডের সেলিব্রিটিরা? কেমন আছেন আপনার প্রিয় অভিনেতা? নিজেদের জীবনের খুটিনাটি খবর ফ্যানেদের কাছে পৌঁছে দিতে সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছেন তারকারা। ২০১৭-এ এমন বহু ছবি পোস্ট করে ঝড় তুলেছেন সেলিব্রিটিরা। এক ঝলকে বছরের সেরা কয়েকটি ছবি, যা এক কথায় ‘ভাইরাল’।
গত ৭ ফেব্রুয়ারি সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছেন কর্ণ জোহর। তাঁর সন্তানদের ভুয়ো ছবি এর আগে বেশ কয়েক বার ভাইরাল হয়েছে ওয়েব ওয়ার্ল্ডে। তবে ১৮ জুলাই কর্ণ নিজেই শেয়ার করেছিলেন সন্তানদের কচি হাতের ছবি। আর ৭ অগস্ট রাখিপূর্ণিমার দিন টুইট করেছিলেন যশ ও রুহির ছবি। মা হিরু জোহরের কোলে তখন অবাক চোখে তাকিয়ে দুই ছেলেমেয়ে। ভাইরাল হয়েছিল এই ছবি।