Advertisement
E-Paper

আপনার বিচারে টলিউডের সেরা নায়িকা কে?

বছর শেষে বেছে নিন আপনার বিচারে টলিউডের সেরা নায়িকা কে? ভোট দিয়ে জানান আমাদের। 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৭ ১৮:০০
বেছে নিন কে সেরা?

বেছে নিন কে সেরা?

বছরভর পারফর্ম করেছেন নায়িকারা। বিভিন্ন ছবিতে তাঁদের অভিনয় আনন্দ দিয়েছে আপনাদের। কারও অভিনয় ভাল লেগেছে, কেউ বা সমালোচিত হয়েছেন। কোনও ছবি বক্স অফিসে সাফল্য পেয়েছে, কোনও ছবি পিছিয়ে পড়েছে বক্স অফিসের বিচারে। বছর শেষে বেছে নিন আপনার বিচারে টলিউডের সেরা নায়িকা কে? ভোট দিয়ে জানান আমাদের।

সোহিনী সরকার: ‘বিবাহ ডায়েরিজ’, ‘দুর্গা সহায়’, ‘সব ভুতুড়ে’ -এর মতো ছবি এই বছর সোহিনীর ঝুলিতে রয়েছে।

রুক্মিণী মৈত্র: ‘চ্যাম্প’, ‘ককপিট’— দু’টি ছবিতেই রুক্মিণীর অভিনয় প্রশংসিত হয়েছে।

পাওলি দাম: ‘টোপ’, ‘অসমাপ্ত’, ‘দেবী’ সহ সবচেয়ে বেশি সংখ্যক ছবি এই বছর ঠিল পাওলির হাতে।

মিমি চক্রবর্তী: ‘পোস্ত’, ‘ধনঞ্জয়’— এই দুটি ছবিতে মিমির অভিনয় এ বছরের সেরা পাওনা।

শুভশ্রী: ‘আমার আপনজন’, ‘বস ২’-র মতো ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী।

জয়া আহসান: ‘বিসর্জন’-এ জয়ার অভিনয় বহুদিন মনে রাখবেন সিনে দর্শক।

স্বস্তিকা মুখোপাধ্যায়: ‘অসমাপ্ত’-এ স্বস্তিকার অভিনয় প্রশংসিত হয়েছিল।

নুসরত: ‘ওয়ান’, ‘আমি যে কে তোমার’-এর মতো ছবি রয়েছে নুসরতের ঝুলিতে।

Sohini Sarkar Paoli Dam Jaya Ahsan Mimi Chakroborty Rukmini Maitra পাওলি দাম সোহিনী সরকার জয়া আহসান মিমি চক্রবর্তী রুক্মিণী মৈত্র Tollywood Bengali Actress Film Actress Opinion Poll
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy