আরও একটা মাইলস্টোন তৈরি করতে চলেছেন দেব। সৌজন্যে ‘আমাজন অভিযান’। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।
বাংলা ছাড়াও তেলগু, তামিল, হিন্দি, অসমিয়া এবং ওড়িয়া ভাষায় ছবিটি মুক্তি পাবে বলে খবর। ট্রেলারও এই সবকটি ভাষাতেই রিলিজ করেছে।
‘আমাজন অভিযান’-এর বাজেট ২৫ কোটি টাকা। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এই প্রথম এত বড় বাজেটের ছবি প্রযোজনা করছে। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় যেমন ঝুঁকি নিয়েছেন, তেমনই ঝুঁকি রয়েছে দেবেরও।
জয়া এ বার ‘জীবনানন্দ’-এর স্ত্রী
‘আলিফা’কে চেনেন? আসুন আলাপ করে নিন…
‘চাঁদের পাহাড়’ মুক্তির পর একদিকে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন এই নায়ক-পরিচালক জুটি। অন্যদিকে সমালোচনাও কম হয়নি। তবে সে সব মনে রাখতে চান না কেউই। তাঁদের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। আগামী বড়দিনে ‘চাঁদের পাহাড়’-এর সিক্যুয়েল কতটা দর্শকদের মন জয় করতে পারে, সেটাই এখন দেখার।