Advertisement
E-Paper

ঋতাভরীর নতুন উড়ানে সঙ্গী ‘ওরে মন’

এ যেন এক নতুন উড়ান। অভিনয় তাঁর পেশা, নেশাও বটে। তার হাত ধরেই টলি পাড়ার পর এ বার বলি পাড়াতেও উঁকি দিলেন ঋতাভরী চক্রবর্তী। সৌজন্যে মিউজিক ভিডিও ‘ওরে মন’। গত মঙ্গলবার মুক্তি পেয়েছে ভিডিওটি। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অসংখ্য লাইক এবং কমেন্ট।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৭ ১২:০৬
ভিডিওর একটি দৃশ্যে ঋতাভরী ও আয়ুষ্মান।

ভিডিওর একটি দৃশ্যে ঋতাভরী ও আয়ুষ্মান।

এ যেন এক নতুন উড়ান। অভিনয় তাঁর পেশা, নেশাও বটে। তার হাত ধরেই টলি পাড়ার পর এ বার বলি পাড়াতেও উঁকি দিলেন ঋতাভরী চক্রবর্তী। সৌজন্যে মিউজিক ভিডিও ‘ওরে মন’। গত মঙ্গলবার মুক্তি পেয়েছে ভিডিওটি। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অসংখ্য লাইক এবং কমেন্ট।

ভিডিওর গল্পে নিছকই যেন এক চায়ের আড্ডা। ভালবাসার মানুষটির সঙ্গে ‘কলকাতা ক্যাফে’ তৈরির স্বপ্ন নিয়ে ঘর ছাড়ে মেয়ে। বাবার আপত্তি সত্বেও মা পুঁজি হিসেবে হাতে তুলে দেন গয়না আর কিছু টাকা। স্বপ্ন সফল হয়। এরপর মধুরেন সমাপয়েত্। এক দিন সে ক্যাফেতে চা খেতে আসেন বাবা-মা। তার পর যুগের দাবি মেনেই অবধারিত সেলফি।

আরও পড়ুন, এখনই এনগেজমেন্ট নয়, বললেন বিরাট

গানটি লিখেছেন সানন্দ কিরকিরে এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। উপল সেনগুপ্তর সুর। ফলাফল? ফের ‘চন্দ্রবিন্দু’র বলিউড যাত্রা। তবে সবচেয়ে বড় চমক বোধহয় ঋতাভরীর প্রেমিকের কাস্টিংয়ে। তিনি আয়ুষ্মান খুরানা। এই প্রথম জুটি বাঁধলেন তাঁরা। শ্লোক শর্মার পরিচালনায় এই ভিডিওতে দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তীর অভিনয়ও।

Ayushmann Khurrana Ritabhari Chakraborty Anindya Chatterjee Bidipta Chakraborty Swanand Kirkire Upal Sengupta ঋতাভরী চক্রবর্তী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy