Advertisement
E-Paper

উইকএন্ড পর(দা)চর্চা

গসিপ। প্রচার। গল্প। রিভিউ। ক্যামেরার সামনের কথা। ক্যামেরার পিছনের কথা। অভিনেতা-অভিনেত্রীদের মুড। মুড সুইং। বিনোদনের দুনিয়ায় রোজই হাজার হাজার খবর। কিন্তু কোন খবরটা খবর, আর কোনটায় মিশে জল? 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৭ ১৩:১৩

গসিপ। প্রচার। গল্প। রিভিউ। ক্যামেরার সামনের কথা। ক্যামেরার পিছনের কথা। অভিনেতা-অভিনেত্রীদের মুড। মুড সুইং। বিনোদনের দুনিয়ায় রোজই হাজার হাজার খবর। কিন্তু কোন খবরটা খবর, আর কোনটায় মিশে জল? সব খবরই কি খবর হওয়ার মতো? এ সপ্তাহে কারা ছিলেন বিনোদনের জগতের লাইমলাইটে? সপ্তাহের সেরা বিনোদনের খবর জেনে নিন। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ার বাছাই করা খবর জানতে ক্লিক করুন।

রুক্মিণী, পরাণ, ভুতু ও সায়নীর দীপাবলির মেসেজ

আনন্দের দীপাবলি যেন আনন্দেই শেষ হয়। এই শপথ নিচ্ছে আনন্দবাজার ডট কম। আমরা পাশে পেয়েছি সেলেবদেরও। তাঁরাও এই সুরে সুর মিলিয়েছেন। অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সাবধানে বাজি ফাটানোর পরামর্শ দিলেন। খেয়াল রাখতে বললেন পোষ্যদেরও। অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের মত ছোট্ট আগুনের ফুলকি থেকেই অনেক বড় বিপদ হতে পারে। তাই আনন্দ করুন, কিন্তু সাবধানে। মুম্বই থেকে ভিডিও মেসেজ পাঠিয়েছেন ছোট্ট ভুতু। সবিস্তার পড়তে ক্লিক করুন

দীপাবলির বার্তা দিলেন কৌশিক-অঙ্কিতা-মৌলি

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় শব্দ বাজির বিপক্ষে। আলোর উত্সবে আলোর বাজির পক্ষেই মত দিয়েছেন তিনি। পাশাপাশি বাংলা ছবি দেখারও পরামর্শ দিয়েছেন। মডেল অঙ্কিতা সাহা সওয়াল করলেন পশু-পাখিদের নিয়ে। যে কোনও রকম বাজি থেকে তাদের দূরে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। মডেল মৌলি হালদারের মত, আনন্দ করুন কিন্তু সাবধানে। সবিস্তার পড়তে ক্লিক করুন

ভাইফোঁটার মতো বোনফোঁটাও হবে না কেন?

এই উত্সব কি একপেশে? প্রশ্নটা অনেক দিন ধরেই উঠছে। প্রশ্ন উঠেছে, যদি ভাইফোঁটা হয়, তবে বোনফোঁটা নয় কেন? বোনফোঁটা চালু হলে কেমন হয় বলুন তো? এ প্রশ্ন নিয়েই আমরা হাজির হয়েছিলাম সেলেবদের দরবারে। কারও কাছে এটা দারুণ কনসেপ্ট। কেউ খোলা মনে স্বাগত জানিয়েছেন। কেউ গিফটের হিসেব করেছেন। কেউ বা ভাইদের জন্য বছরে শুধু এক দিনের এই টিপ পরা চালিয়ে যাওয়ার পক্ষপাতী। আদতে তাঁদের কাছে এ হল মঙ্গলকামনার উত্সব। সবিস্তার পড়তে ক্লিক করুন

ভাইফোঁটার মতো বোনফোঁটাও হবে না কেন? কী বলছেন সেলেবরা?

আসলে আমরা সমানাধিকারের জন্য গলা ফাটাই। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করি। নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলি। কিন্তু বাস্তবটা বোধহয় এখনও আলাদা। মেয়েদের সেই মর্যাদা কি আদৌ দেয় সমাজ? পালা-পার্বণে-প্রথায় আজও সেই কষ্টভোগের পালা যেন মেয়েদেরই। সবিস্তার পড়তে ক্লিক করুন

সিক্রেট সুপারস্টার: আমির মানেই ফ্রেশ কিছু, আবারও

এই ছবির ন্যারেটিভ অত্যন্ত সরল। ইউএসপি আসলে প্রত্যেক ছোট বড় অভিনেতার অসাধারণ সাবলীল অভিনয় আর গান। খুব রক্ষণশীল মুসলমান পরিবারের কিশোরী নয় ইনসিয়া। কিন্তু বাবার ‘পুরুষালি’ শাসনে বাঁধা বাড়ির সমস্ত সদস্য। সবিস্তার পড়তে ক্লিক করুন

১৯ বছর পরও ‘কুছ কুছ হোতা হ্যায়’!

১৯ বছর আগে, ১৯৯৮ সালের ১৬ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’। শাহরুখ-কাজল-রানির এই ছবি তার ‘টিনেজ’ পার করল সোমবার। সবিস্তার পড়তে ক্লিক করুন

সোশ্যাল মিডিয়ায় ফের নতুন মেসেজ দিলেন শুভশ্রী?

শুভশ্রী মানেই যেন বিতর্কিত কোনও খবর! অন্তত গত কয়েক দিনের ট্রেন্ড সে ইঙ্গিতই দিচ্ছে। রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রচুর কাটাছেঁড়া হয়েছে ইন্ডাস্ট্রিতে। প্রচুর গসিপ হয়েছে। এ নিয়ে অনেক আলোচনাও হয়েছে নানা মহলে। তাই শুভশ্রী হেডলাইনে এলেই যেন সে খবরে নতুন রসদ থাকবে এমনটাই মনে করেন দর্শকদের একটা বড় অংশ। সবিস্তার পড়তে ক্লিক করুন

রণবীরকে নিয়ে অবশেষে মুখ খুললেন মাহিরা

রণবীর কপূরের সঙ্গে তাঁর ছবি কিছু দিন আগে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে তোলপাড় হয়েছিল ইন্ডাস্ট্রি। তিনি পাক অভিনেত্রী মাহিরা খান। সেই ভাইরাল ছবি নিয়ে এ বার মুখ খুললেন মাহিরা। সবিস্তার পড়তে ক্লিক করুন

দেখুন ভিডিও

Film Actress Film Actor Celebrities weekly entertainment news wrap Ranbir Kapoor Shah Rukh Khan Kajol
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy