এখনও এক বছরও হয়নি তাঁদের বিয়ের। এরই মধ্যে সংসারে নতুন সদস্য আসার আনন্দে দিন গুনছেন এই সেলিব্রিটি কাপল। বলছি শাহিদ কপূর এবং মীরা রাজপুতের কথা। ২০১৫-র ৭ জুলাই সাত পাকে বাঁধা পড়েছিলেন দু’জনে। আর সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এ বছরই সেপ্টেম্বরের মাঝামাঝি নতুন সদস্য আসবে শাহিদ-মীরার মাঝে। আর এই অবস্থায় ২২ বছরের মীরাকে শাহিদ কীভাবে প্যাম্পার করছেন জানেন? কীভাবেই বা কাটছে তাঁদের প্রথম প্যারেন্টহুড? রিল্যাক্সের জন্য বউকে কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছেন ‘উড়তা পঞ্জাব’-এর নায়ক? উত্তর দেবে সঙ্গের গ্যালারি।
আরও পড়ুন: মীরাক্কেল-৯ এর গ্র্যান্ড ফিনালে