Advertisement
E-Paper

মাথা কী ভাবে ঠান্ডা রাখতে হয় ধোনির থেকে শিখতে চান স্টোকস

এমএস ধোনির সঙ্গে একই দলে খেলার লাভটা কী? এ বার আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটার ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকস বলছেন, ‘‘ও মাথাটা এত ঠান্ডা রাখে কী করে, সেটা শিখতে পারাটাই সবচেয়ে বড় লাভ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ০৪:১৪

এমএস ধোনির সঙ্গে একই দলে খেলার লাভটা কী?

এ বার আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটার ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকস বলছেন, ‘‘ও মাথাটা এত ঠান্ডা রাখে কী করে, সেটা শিখতে পারাটাই সবচেয়ে বড় লাভ। সত্যিই এমএসের মাথা ঠান্ডা রাখার কৌশলটা যদি শিখে নিতে পারি, তা হলে ক্রিকেট কেরিয়ারে এর চেয়ে বড় লাভ আর কী হতে পারে?’’

সাড়ে চোদ্দো কোটি টাকা দিয়ে রাইজিং পুণে সুপারজায়ান্ট এ বার স্টোকসকে নিয়েছে। দলের ক্যাপ্টেন স্টিভ স্মিথ ক্রিকেটের মনস্তাত্ত্বিক যুদ্ধে পারদর্শী। সেটা তিনি সদ্য সমাপ্ত ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজেও দেখিয়ে দিয়েছেন। তবু ধোনিই তাঁকে বেশি মুগ্ধ করেছেন বলে আইপিএলের ওয়েবসাইটে ফাঁস করেছেন স্টোকস। বলেছেন, ‘‘আধুনিক ক্রিকেটে এত আগ্রাসন, এত তীব্রতার মধ্যেও কী করে নিজেকে এত ঠান্ডা রাখা যায়, এটাই শিখতে চাই ধোনির কাছে।’’

আরও একটা গুরুত্বপূর্ণ কাজ অবশ্য আছে স্টোকসের। কাজটা তাঁকে দিয়েছেন তাঁর জাতীয় দলের অধিনায়ক জো রুট। তাঁর আইপিএল অধিনায়ক স্মিথের দুর্বলতাগুলো খুঁজে বের করার কাজ। আইপিএলে কেন স্মিথের দুর্বলতা খুঁজে বার করতে হবে স্টোকসকে? যাতে জো রুটদের সেটা কাজে লাগে এ বছর অ্যাসেজে। যা শুরু হবে নভেম্বরের শেষ সপ্তাহে। ইংল্যান্ডের এক সংবাদপত্রকে তিনি বলেছেন, ‘‘আশা করি, আমাদের দেশের ছেলেরা ফিরে এসে অস্ট্রেলিয়ানদের সম্পর্কে এমন কিছু তথ্য দেবে, যা আমাদের অ্যাসেজে কাজে লাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা দেওয়া হয়েছে বেনকে। ও নজর রাখবে স্মিথের ওপরে। ওর কোথায় দুর্বলতা, সেগুলো জানতে হবে না আমাদের?’’

আরও পড়ুন: আইপিএলের শুরুতেই ‘সেঞ্চুরি’ নেহেরার

ও দিকে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন, যিনি ধারাভাষ্য দিতে এসেছেন আইপিএলে, তিনি এ দিন বলেন, ‘‘লিগের সবচেয়ে দামী ক্রিকেটার হলেও চাপটা কিন্তু বেনের চেয়েও বেশি থাকবে টাইমাল মিলসের ওপর। কারণ, ওর এখনও সারা ক্রিকেট কেরিয়ার পড়ে আছে। বেন অনেকটা পথ পেরিয়ে এসে এখন প্রতিষ্ঠিত।’’ টাইমাল মিলস বুধবারই নামলেন আরসিবি-র হয়ে।

Ben Stokes MS Dhoni IPL 10 IPL 2017 RPS
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy