Advertisement
১১ জুন ২০২৪
IPL 10

দলে পরিবর্তন এনে বেঙ্গালুরুতে জাহিরদের মুখোমুখি হচ্ছে ওয়াটসনরা

দু’টি দলই ভুগছে চোট আঘাতে। চোটের জন্য বেঙ্গালুরু থেকে বাদ পড়েছেন কোহালি, এবি ডেভিলিয়ার্স, মিচেল স্টার্ক। অন্য দিকে চোটের জন্য দিল্লি থেকে বাদ পড়েছেন জে পি ডুমিনির মতো নির্ভরযোগ্য ক্রিকেটার।

মুখোমুখি বেঙ্গালুরু-দিল্লি

মুখোমুখি বেঙ্গালুরু-দিল্লি

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ১৭:০৯
Share: Save:

দু’টি দলই ভুগছে চোট আঘাতে। চোটের জন্য বেঙ্গালুরু থেকে বাদ পড়েছেন কোহালি, এবি ডেভিলিয়ার্স, মিচেল স্টার্ক। অন্য দিকে চোটের জন্য দিল্লি থেকে বাদ পড়েছেন জে পি ডুমিনির মতো নির্ভরযোগ্য ক্রিকেটার।

আরও পড়ুন- জঙ্গলের রাজা স্মিথ, ফিকে হয়ে যাচ্ছেন ধোনি, হর্ষ গোয়েনকার টুইটে বিতর্ক

কোহালিহীন দলে ঢুকলেন কেরলের তরুণ ব্যাটসম্যান বিষ্ণু বিনোদ। বিরাট অবশ্য আগেই বলেছিলেন, ১২০ শতাংশ ফিট না হলে তিনি আইপিএলে নামবেনই না। অন্য দিকে দিল্লি ডেয়ার ডেভিলসে একটি পরিবর্তন হয়েছে। জে পি দুমিনির জায়গায় ঢুকেছেন অস্ট্রেলীয় পেসার বেন হিলফেনহস।

শনিবার ঘরের মাঠে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে খেলতে নামছেন শেন ওয়াটসনরা। প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে যাওয়ায় কিছুটা হলেও ব্যাকফুটে রয়্যাল চ্যালেঞ্জার্স। অন্য দিকে চলতি আইপিএলে তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে দিল্লি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE