কার্যত বিদায় হয়ে গিয়েছে আইপিএল থেকে। বাকি তিনটি ম্যাচ জিতে কিছুটা সম্মান পুনরুদ্ধারের লক্ষ্যে বেঙ্গালুরু অধিনায়ক। আর হয়ত সে কারণেই আধুনিক ক্রিকেটের ডন সচিনকে সামনে পেতেই ছুটে গেলেন তাঁর কাছে। এই সচিনকে দেখেই তো ক্রিকেটকে ভালবাসা, খেলতে আসা। ঐতিহাসিক মে দিবসে মুম্বইয়ের কাছে ৫ উইকেটে পরাজিত হতে হয়েছে কোহালির দলকে। তার পরই মাস্টার ব্লাস্টারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় বিরাটকে। ম্যাচ শেষে বিরাট এবং সচিনের এই সাক্ষাতের কথা মুম্বই ইন্ডিয়ান্সের টুইটারেই জানানো হয়। একটি ছবি পোস্ট করে লেখা হয় ‘স্পেশাল ক্রিকেটার, স্পেশাল ফটো।’
আরও খবর: হ্যামস্ট্রিং চোট নিয়ে হয়ত শেষ জাহিরের এই আইপিএল
Two special cricketers together makes for one special photo. 💙#CricketMeriJaan #MIvRCB #MI pic.twitter.com/15ksOZ00NK
— Mumbai Indians (@mipaltan) May 1, 2017