Advertisement
০৭ মে ২০২৪

১০ বছরে এই প্রথম ডাকাতি সিঙ্গাপুরে

প্রথম ঘটনাটি সোমবারের। ২১৯ নম্বর আপার বুকিট তিমা রোডে। দিনের আলোয় অভিযুক্ত পেট্রোল স্টেশনের এক তরুণী কর্মীকে ছুরি দেখিয়ে ক্যাশবাক্স থেকে নগদ টাকা একটা প্লাস্টিকের ব্যাগে ভরতে বলে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
সিঙ্গাপুর শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৭ ১০:২০
Share: Save:

আইনকানুন খুবই কড়া সিঙ্গাপুরে। অপরাধ প্রায় হয়ই না। তাই, দেশে দু’দিনে জোড়া ডাকাতি নিয়ে প্রশাসন চিন্তিত। গত দশ বছরে এমন কাণ্ড যে এই প্রথম!

প্রথম ঘটনাটি সোমবারের। ২১৯ নম্বর আপার বুকিট তিমা রোডে। দিনের আলোয় অভিযুক্ত পেট্রোল স্টেশনের এক তরুণী কর্মীকে ছুরি দেখিয়ে ক্যাশবাক্স থেকে নগদ টাকা একটা প্লাস্টিকের ব্যাগে ভরতে বলে। ১,১৯৩ সিঙ্গাপুর ডলার প্লাস্টিকে ভরে সে স্কুটারে চড়ে পালায়। ঘটনাস্থলে উপস্থিত এক ক্রেতা অভিযুক্তকে কিছু দূর পর্যন্ত ধাওয়াও করেন। পরে, পুলিশে ফোন করেন। ডাকাতির দিনেই, বিকেলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। সে ভারতীয় বংশোদ্ভূত। নাম বিশ্বনাথন ভারুভেলু। বয়স ৪৮। সশস্ত্র ডাকাতির অভিযোগ প্রমাণিত হলে, তার দশ বছর পর্যন্ত জেল এবং অন্তত ১২ ঘা বেত মারা হতে পারে।

মঙ্গলবার সকালে, ইউবিআই এস্টেটের ওয়েস্টার্ন ইউনিয়ন শাখায় আরও একটি ডাকাতি হয়। এ ক্ষেত্রে অভিযুক্ত ওই সংস্থার কর্মীকে ছুরি তাক করে ২,০০০ ডলারেরও বেশি লুঠ করে পালায়। সংবাদমাধ্যমের খবর, সে এখনও ফেরার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE