Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Ohio Man

ফ্রিজে পচানো দেহ কী পুরনো বান্ধবীর?

পুলিশ জানিয়েছে, আর্তুরো নোভায়ার সঙ্গে দীর্ঘদিন লিভ-ইনে ছিলেন তাঁর প্রথম বান্ধবী শ্যানন গ্রেভ। গত ২২ জুন আর্তুরোর ইয়ংস্টোনের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৭ ২১:১৬
Share: Save:

পুরনো বান্ধবী নিখোঁজ হওয়ার পর নতুন করে সংসার পেতেছিলেন আমেরিকার ওহায়োর বাসিন্দা আর্তুরো নোভায়া। পুরনো বান্ধবীকে ভুলে নতুন সংসারে ভালই মজে ছিলেন নোভায়া।

কিন্তু ছন্দপতন হল কিছু দিন পরেই। আর্তুরোর বাড়িতে হানা দিল পুলিশ। তল্লাশি চালানোর পর ডিপ ফ্রিজ থেকে বেরিয়ে এল কয়েকটি ব্যাগে ভরা পচে যাওয়া একটি মৃতদেহের অংশবিশেষ।

পুলিশের সন্দেহ, ডিপ ফ্রিজে রাখা ওই পচে যাওয়া দেহাংশগুলো নোভায়ার নিখোঁজ হওয়া প্রথম বান্ধবী শ্যাননের।

আরও পড়ুন: নিজের গর্ভেই সন্তানের জন্ম দিলেন রূপান্তরকামী পুরুষ মা

পুলিশ জানিয়েছে, আর্তুরো নোভায়ার সঙ্গে দীর্ঘদিন লিভ-ইনে ছিলেন তাঁর প্রথম বান্ধবী শ্যানন গ্রেভ। গত ২২ জুন আর্তুরোর ইয়ংস্টোনের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি।

তবে শ্যাননের পরিবার ও সহকর্মীদের দাবি, গত ফেব্রুয়ারিতে শেষ বারের মতো দেখা গিয়েছিল তাঁকে। এর পরেই আর্তুরোর জীবনে আসেন তাঁর নতুন বান্ধবী ক্যাটরিনা লেটন। নোভায়ার বাড়িওয়ালা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই আর্তুরোর চালচলন সন্দেহজনক মনে হয়েছিল। বাড়িওয়ালার কথায়, ‘‘আমাদের কাছে এসে এক দিন হঠাৎ করেই ও (নোভায়া) ফ্রিজটা চেয়ে নিয়ে যায়। বলে, ওর ফ্রিজ খারাপ হয়ে গিয়েছে। বাড়িতে অনেক মাংস আছে। ফ্রিজে না রাখলে সেগুলো নষ্ট হয়ে যাবে। পরে দেখা যায় ফ্রিজটি লক করে বাড়ির বেসমেন্টে রেখেছেন নোভায়া। সন্দেহ দানা বাধে এর পরেই।’’

ফ্রিজের দরজা ভেঙে দেখা যায়, তার ভিতরে কয়েকটি ব্যাগে ভরা রয়েছে মানুষের দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ। এর পরেই পুলিশে খবর দেন নোভায়ার বাড়িওয়ালা।

আরও পড়ুন: বিমানবন্দরেই যাত্রীকে ঘুষি, সাসপেন্ড কর্মী

নোভায়া এবং তাঁর নতুন বান্ধবী দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কী ভাবে শ্যাননকে খুন করা হয়েছে এব‌ং ওই দেহাংশগুলো আদৌ শ্যাননের কী না, সে ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE