Advertisement
০৪ মে ২০২৪
'Ladders of heaven'

এই ‘স্বর্গের সিঁড়ি’ বাঁচিয়ে দেবে গোটা গ্রামবাসীর প্রাণ!

এখন তাঁরা যেন ‘স্বর্গের সিঁড়ি’ হাতে পেয়েছেন। দক্ষিণ পশ্চিম চিনের সিচুয়ান প্রভিন্সের ছোট গ্রাম, যেটি ক্লিফ ভিলেজ নামে পরিচিত সবার কাছে। গ্রামবাসীদের দীর্ঘ দিনের অভিযোগের পরে অবশেষে ৮০০ মিটার উঁচু স্টিলের সিঁড়ি তৈরি করে দিয়েছে চিন সরকার। আর সেই সিঁড়ি পেয়ে প্রবীণরা তো আনন্দে কেঁদেই ফেললেন!

 ক্লিফ ভিলেজের খুদে পড়ুয়া

ক্লিফ ভিলেজের খুদে পড়ুয়া

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৬ ১৩:৪৪
Share: Save:

এখন তাঁরা যেন ‘স্বর্গের সিঁড়ি’ হাতে পেয়েছেন।

দক্ষিণ পশ্চিম চিনের সিচুয়ান প্রভিন্সের ছোট গ্রাম, যেটি ক্লিফ ভিলেজ নামে পরিচিত সবার কাছে। গ্রামবাসীদের দীর্ঘ দিনের অভিযোগের পরে অবশেষে ৮০০ মিটার উঁচু স্টিলের সিঁড়ি তৈরি করে দিয়েছে চিন সরকার। আর সেই সিঁড়ি পেয়ে প্রবীণরা তো আনন্দে কেঁদেই ফেললেন! এত দিনে সন্তানদের নিরাপত্তা কিছুটা হলেও খুঁজে পেয়েছেন তাঁরা। এর আগে কেউ গ্রামের বাইরে গেলে সারা ক্ষণ উদ্বিগ্নে থাকত পরিবার। আজ ঘরে ফিরবে তো! নাকি মৃত্যুর খবর আসবে? এই ভাবনাই কুরে কুরে খেত হাপিত্যেশ হয়ে বসে থাকা পরিজনদের। শুধু পরিবারের রোজগেরে ব্যক্তি নয় এমন চিন্তা আসে শিশুদের নিয়েও। সামান্য শিক্ষাটুকু পেতে প্রতি দিন জীবন হাতে করে কাঠের সিঁড়ি বেয়ে ৮০০ মিটার নীচে নামতে হয়। সেখানেই প্রাইমারি স্কুল, বাজার, প্রশাসনিক দফতর সব কিছুই।

কাঠের সিঁড়ি বেয়ে নামা-ওঠার সময় প্রতি দিন কোনও না কোনও দুর্ঘটনার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের। স্থানীয় এক বাসিন্দার কথায়, “কয়েক দিন আগেই ওঠার সময় পা ফসকে ৮ জন মারা গিয়েছে। আহত হওয়ার খবর তো আমাদের কাছে অভ্যেসে দাঁড়িয়েছে।” নতুন সিঁড়ি তৈরি হলেও স্কুল পড়ুয়ারা কী ভাবে দুর্গম পথ দিয়ে যাতায়াত করেন দেখে নিন।

আরও পড়ুন- হাজার হাজার বইয়ে ঢেকে গিয়েছে রাজপথ, কেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ladders of heaven Sichuan province China
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE