Advertisement
২৭ এপ্রিল ২০২৪
International

জঙ্গি সংগঠন নিষিদ্ধ করুক পাকিস্তান, ফের চড়া সুর আমেরিকার

উপমহাদেশে জঙ্গি ও সন্ত্রাস দমনের প্রশ্নে আরও এক বার ভারতের সুরে সুর মেলালো আমেরিকা। আরও এক বার বুঝিয়ে দিল, পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদীরা মদত বা প্রশ্রয় পেলে ওয়াশিংটন তা আর বরদাস্ত করবে না। পাকিস্তানে সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করারও দাবি জানাল ‘স্ট্যাচু অফ লিবার্টি’র দেশ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৬ ১৪:৫১
Share: Save:

উপমহাদেশে জঙ্গি ও সন্ত্রাস দমনের প্রশ্নে আরও এক বার ভারতের সুরে সুর মেলালো আমেরিকা। আরও এক বার বুঝিয়ে দিল, পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদীরা মদত বা প্রশ্রয় পেলে ওয়াশিংটন তা আর বরদাস্ত করবে না। পাকিস্তানে সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করারও দাবি জানাল ‘স্ট্যাচু অফ লিবার্টি’র দেশ।

মার্কিন বিদেশ দফতরের উপ মুখপাত্র মার্ক টোনার শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘‘আমরা আগেও বহু বার বলেছি, এখনও বলছি, নিজের ভূখণ্ডে জঙ্গিদের ঘাঁটি নির্মূল করা, সে দেশে থাকা ও অন্য দেশ থেকে আসা জঙ্গিদের নিকেশ করা এবং সবক’টি সন্ত্রাসবাদী সংগঠনকে নিষিদ্ধ করার ব্যাপারে দ্রুত কার্যকরী ব্যবস্থা নিক পাকিস্তান। আমরা মনে করি, ওই সন্ত্রাসবাদের মূল্য যে শুধুই এই উপমহাদেশের (ভারতীয় উপমহাদেশ) অন্য দেশগুলি দিয়েছে, তা নয়, পাকিস্তানকেও তার মূল্য চোকাতে হয়েছে। হিংসা, সন্ত্রাসের ধকল পাকিস্তানকেও কম সইতে হয়নি। কম রক্ত ঝরেনি পাকিস্তানে। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়ার জন্য আমরা পাকিস্তানকে সব রকম ভাবে সাহায্য করতে চাই। কিন্তু আমরা এটাও চাই যে, নিজের ভুখণ্ডে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের নিকেশ করার ব্যাপারে দ্রুত কার্যকরী ব্যবস্থা নিক ইসলামাবাদ। অন্য দেশের জঙ্গিরা বা সন্ত্রাসবাদী সংগঠনগুলি যাতে তাদের কাজকর্ম চালানোর ব্যাপারে পাকিস্তানকে আর ব্যবহার করতে না পারে, সেটা তারা নিশ্চিত করুক। সক্রিয় বা আপাত-নিষ্ক্রিয় জঙ্গি সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করুক। গত সেপ্টেম্বরে উরি হামলা ও তার সপ্তাহখানেকের মধ্যেই ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর উপমহাদেশে জঙ্গি, সন্ত্রাস দমনের প্রশ্নে এই নিয়ে টানা পাঁচ বার কার্যত, ভারতেরই পক্ষ নিল পাকিস্তানের এক সময়ের ‘দোসর’ আমেরিকা।

এর আগে চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন বিদেশ দফতরের তরফে ভারতের সার্জিক্যাল স্ট্রাইককে সমর্থন করে বলা হয়, ‘উরি হামলার পর তা অনিবার্যই ছিল।’

আরও পড়ুন- আফগানিস্তানে বাঁধ দিয়ে জল আটকে দেবে ভারত? আতঙ্কে পাকিস্তান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE