Advertisement
২৬ এপ্রিল ২০২৪
International

এই হিলারি কি নকল? বলছে ট্রাম্প শিবির

এক জন নন? হিলারি ক্লিন্টন রয়েছেন দু’-দু’জন? এক জন আসল হিলারি ক্লিন্টনের সঙ্গে সব সময়, সর্বত্র ঘুরে বেড়ান এক জন ‘নকল হিলারি ক্লিন্টন’ও?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৪৪
Share: Save:

এক জন নন? হিলারি ক্লিন্টন রয়েছেন দু’-দু’জন?

এক জন আসল হিলারি ক্লিন্টনের সঙ্গে সব সময়, সর্বত্র ঘুরে বেড়ান এক জন ‘নকল হিলারি ক্লিন্টন’ও? ওই আশ্চর্য ‘আবিষ্কার’টা করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের শিবির। তাঁর এক বা একাধিক সমর্থক ‘অলওয়েজ ট্রাম্প’ নামে আসল আর ‘নকল’ হিলারি ক্লিন্টনের ছবি পাশাপাশি রেখে তা টুইট করেছেন। আর তা রীতিমতো ‘ভাইরাল’ হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ‘অত্যাশ্চর্য আবিষ্কার’টা হয়েছে ১১ সেপ্টেম্বরের ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ ভেঙে গুঁড়িয়ে পড়ার ১৫ বছর পূর্তির স্মারক অনুষ্ঠানে।


আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন

‘আবিষ্কার’কদের দাবি, ওই দিন স্মারক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর গাড়িতে ওঠার মুখে অসুস্থ হয়ে পড়া হিলারি ক্লিন্টন আর তার পর মেয়ে চেলসির অ্যাপার্টমেন্টে গিয়ে নাতি-নাতনির সঙ্গে দেখা করে আসা হিলারি ক্লিন্টন এক মহিলা নন। সে দিন নাকি দু’জন হিলারি ক্লিন্টনকে দেখা গিয়েছে! খুব খুঁটিয়ে দেখলে ‘দুই’ হিলারি ক্লিন্টনের মধ্যে নাকি অনেক অমিল রয়েছে। আর সেই ‘অমিল’গুলি তাঁদের চোখে (পড়ুন, ক্যামেরায়) ধরা পড়েছে বলে ‘আবিষ্কারক’দের দাবি।

ঘটনা হল, ওই দিন ‘ন্যাশনাল সেপ্টেম্বর ইলেভেন মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম’-এ স্মারক অনুষ্ঠানের পর ভ্যানে ওঠার মুখে সামান্য কিছু ক্ষণের জন্য প্রায় অচৈতন্য হয়ে পড়েছিলেন ডেমোক্র্যাটিক প্রার্থী। তাঁকে সেই সময় কয়েক জনে মিলে ধরাধরি করে ভ্যানে তুলে দেন। পরে হিলারিও বলেছেন, ‘‘ওই সময় আমি ঠিক অচৈতন্য হয়ে পড়িনি। কয়েক দিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলাম। ওই সময় কেমন যেন একটা ঝিমুনি লেগে গিয়েছিল। মাথাটা বনবন করে ঘুরছিল। চোখের সামনে হঠাৎই সব কিছু অন্ধকার হয়ে গিয়েছিল। ভ্যানে উঠে এয়ার কন্ডিশনারের ঠান্ডার আমেজ পেতেই আবার ধাতস্থ হই কিছুটা। তার পর একটু জল খেতেই আবার ঠিক হয়ে যাই। তখনই মনে হল, যাই একটু মেয়েকে (চেলসি) দেখে আসি। তার পরই মেয়ে (চেলসি) আর নাতি-নাতনিকে দেখতে গিয়েছিলাম ওদের (চেলসি) অ্যাপার্টমেন্টে।’’

সে দিন হিলারির অসুস্থ হয়ে পড়ার সেই ভিডিও।

এই খানেই হই হই করে উঠেছেন ট্রাম্প শিবিরের ‘আবিষ্কারক’রা। তাঁদের বক্তব্য, ‘‘গত রবিবারই প্রথম দু’জন হিলারি ক্লিন্টনের হদিশ মিলেছে। এক জন আসল হিলারি ক্লিন্টন। অন্য জন নকল হিলারি। ভ্যানে ওঠার সময় অসুস্থ হয়ে পড়ার যিনি মেয়ে চেলসির অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন, তিনি ডেমোক্র্যাট প্রার্থী নন। নকল হিলারি ক্লিন্টন।’’

কী ভাবে তাঁরা ‘চিনতে’ পারলেন ‘দুই’ হিলারি ক্লিন্টনকে?

‘আবিষ্কারক’দের দাবি, ‘‘হাতের আঙুল, কানের লতি আর নাকের হাড়ের ফারাকটাই আসল হিলারি ক্লিন্টনের থেকে নকল হিলারিকে আলাদা করে দিয়েছে। হিলারির অনামিকার চেয়ে তর্জনী লম্বা। কিন্তু মেয়ের বাড়ি থেকে বেরিয়ে আসার পর হিলারির হাত নাড়ার সময় দেখা গিয়েছে ‘সেই হিলারি’র হাতের তর্জনী মোটেই অনামিকার চেয়ে লম্বা নয়।’’


বাঁ দিকের ছবির হিলারির (‘নকল’) তর্জনী লম্বা নয় অনামিকার চেয়ে?

‘আবিষ্কারক’দের দাবি, ‘‘দুই হিলারির কানের লতির (ইয়ারলোব্‌স) মধ্যেও (ছবিতে দেখানো হয়েছে) কিছুটা অমিল রয়েছে। ‘নকল’ হিলারির কানের লতি অনেক কোঁচকানো। আসল হিলারি ক্লিন্টনের কানের লতি মসৃণ।’’


ডান দিকে্র ছবির হিলারির (‘নকল’) কানের লতি অনেক কোঁচকানো?

তাঁরা এও বলছেন, ‘‘মেয়ের বাড়ি থেকে যে হিলারিকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে, তাঁর কানের লতির চামড়া কুঁচকে গিয়েছে। আসল হিলারির কানের লতি মোটেই ও রকম নয়। অনেক মসৃণ। আরও আছে। আসল হিলারি ক্লিন্টনের নাকের হাড় একটু ওপরের দিকে ওঠা। আর নকল হিলারির নাকের হাড় (ছবিতে দেখানো হয়েছে) নীচের দিকে নামানো।’’


বাঁ দিকের ছবির হিলারির (‘নকল’) নাকের হাড় নীচের দিকে নামানো?

‘রবার্টবারসিঙ্গার’ নামে এক টুইটার ইউজার বলেছেন, ‘‘হিলারি যদি নিউমোনিয়ায় অতই কাবু হবেন, তা হলে কী ভাবে তিনি মেয়ে চেলসির বাড়ির বাইরে এসে একটি শিশুকে অত আদর করতে পারলেন? নিউমোনিয়া তো ছোঁয়াচে! শুধু তাই নয়, মেয়ে চেলসির বাড়ি থেকে বেরনোর পর তাঁকে ঘিরে থাকতে দেখা যাচ্ছে না কেন কোনও নিরাপত্তা কর্মী বা দেহরক্ষীকে?’’ (ছবি টুইটারে দেওয়া হয়েছে)।

মেয়ে চেলসির বাড়ি থেকে বেরিয়ে আসা এই হিলারির ধারে-কাছে নেই দেহরক্ষী!

কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা চট করে বুঝে ওঠা খুব সহজ কাজ নয়। তবে আপাতত গোটা মার্কিন মুলুক তো বটেই, স্যোশ্যাল মিডিয়াও তোলপাড় রীতিমতো ‘ভাইরাল’ হয়ে যাওয়া ‘দুই’ হিলারি ক্লিন্টনের ছবি নিয়ে!

ছবি: টুইটারের সৌজন্যে।

আরও পড়ুন- আমন্ত্রিত ট্রাম্প

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE