Advertisement
০৪ মে ২০২৪

ব্যাননের নামে মানহানির চিঠি প্রেসিডেন্টের

‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’। যাবতীয় বিতর্ক এই বইটি নিয়েই। আগামী সপ্তাহে প্রকাশিত হতে চলেছে সাংবাদিক মাইকেল উল্ফ-এর এই বই। সেখানেই মুখ খুলেছেন ব্যানন।

ডোনাল্ড ট্রাম্প এবং স্টিভ ব্যানন। ছবি: রয়টার্স।

ডোনাল্ড ট্রাম্প এবং স্টিভ ব্যানন। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৮ ০৩:২৮
Share: Save:

প্রায় পাঁচ মাস আগেই তাঁকে বরখাস্ত করেছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। তবু ট্রাম্প-ব্যানন দ্বৈরথ থামার নাম নেই। উল্টে দু’পক্ষের একপ্রস্ত বাগ্‌যুদ্ধের পরে গোটা বিষয়টি এ বার আইনি লড়াইয়ের দিকে এগোচ্ছে। নিজের প্রাক্তন মুখ্য পরামর্শদাতা স্টিভ ব্যাননকে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ব্যাননের বিরুদ্ধে গোপনীয়তার শর্ত লঙ্ঘন আর মানহানির অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’। যাবতীয় বিতর্ক এই বইটি নিয়েই। আগামী সপ্তাহে প্রকাশিত হতে চলেছে সাংবাদিক মাইকেল উল্ফ-এর এই বই। সেখানেই মুখ খুলেছেন ব্যানন। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে ইতিমধ্যেই বিস্তর জলঘোলা হয়েছে। নতুন বইটিতে স্টিভও সেই একই প্রসঙ্গ টেনে বিঁধেছেন ট্রাম্প পুত্র ডন জুনিয়রকে। লেখক মাইকেলকে স্টিভ জানিয়েছেন, রিপাবলিকানদের প্রচার চলাকালীন ২০১৬-র জুনে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে রুশ প্রতিনিধিদের সঙ্গে জুনিয়র ট্রাম্পের বৈঠক আসলে দেশদ্রোহের সামিল। শুধু ট্রাম্প জুনিয়রই নন, মেলানিয়া থেকে শুরু করে ইভাঙ্কা ট্রাম্প, বইয়ে পরিবারের একের পর এক সদস্যকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেছেন ব্যানন।

বইয়ে ব্যাননের যাবতীয় বিতর্কিত মন্তব্য সম্প্রতি আগেভাগেই ফাঁস করে দিয়েছে এক ব্রিটিশ দৈনিক। আর তার পর থেকেই হোয়াইট হাউসে অশান্তির ঝড় বয়ে চলেছে। এর আগে ট্রাম্পের জামাই জ্যারেড কুশনারের সঙ্গে একাধিক বার গোলমাল বেধেছে ব্যাননের। ছেলে আর জামাইকে বারবার আক্রমণের পাল্টা জবাব দিতে এ বার মুখ খুলেছেন স্বয়ং ট্রাম্পও। তবে নিজের পরিচিত অস্ত্র টুইটারকে না বেছে প্রায় তিনশো শব্দের একটি বিবৃতি জারি করেছেন তিনি। যেখানে ‘চাকরি চলে যাওয়ার পরে ব্যাননের মাথা খারাপ হয়েছে’ বলে মন্তব্যও করেন ট্রাম্প। আলাদা বিবৃতি জারি করে হোয়াইট হাউসের প্রেস সচিব সারা স্যান্ডার্স বলেছেন, ‘‘মাইকেলের বইটি একটি সস্তামানের ট্যাবলয়েড।’’

নির্বাচন নিয়ে রুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের অভিযোগ এর আগে একাধিক বার খারিজ করেছেন ট্রাম্প ও তাঁর ছেলে। বিষয়টি নিয়ে আলাদা করে তদন্ত করছেন এফবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর ম্যুলার। সপ্তাহখানেক আগেও ট্রাম্প টুইট করে জানান, নিরপেক্ষ তদন্ত চান। ব্যানন আর এক ধাপ এগিয়ে দাবি করেছেন, রুশ হস্তক্ষেপের সঙ্গে আর্থিক তছরুপের বিষয় নিয়েও তদন্ত করবেন ম্যুলার।

তাঁর সঙ্গে বনিবনা না হওয়ায় গত বছর অগস্টে ব্যাননকে বরখাস্ত করেন ট্রাম্প। প্রেসিডেন্টের আইনজীবীদের বক্তব্য, চাকরি ছাড়ার পরে গোপনীয়তা রক্ষার যাবতীয় শর্ত ভেঙেছেন ব্যানন। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকিও দিয়ে রেখেছেন ট্রাম্প। যদিও এক রেডিও অনুষ্ঠানে কাল ব্যানন বলেছেন, ‘‘দেশের প্রেসিডেন্ট এক জন দারুণ মানুষ। আমি সব সময় তাঁকেই সমর্থন করি।’’ যা শুনে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য, ‘‘ব্যানন দেখছি খুব সহজেই সুর পাল্টে ফেলেন!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE