Advertisement
১৯ মে ২০২৪
International News

প্রয়াত এভারেস্ট জয়ী প্রথম মহিলা জুঙ্কো তাবেই

প্রয়াত মাউন্ট এভারেস্ট জয়ী বিশ্বের প্রথম মহিলা জুঙ্কো তাবেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭। পরিবার সূত্রে খবর, চার বছর আগে তলপেটে ক্যানসার ধরা পড়ে এই পর্বাতারোহীর। জাপানের সাইতামা শহরের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

জুঙ্কো তাবেই। ফাইল চিত্র।

জুঙ্কো তাবেই। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ১০:৪১
Share: Save:

প্রয়াত মাউন্ট এভারেস্ট জয়ী বিশ্বের প্রথম মহিলা জুঙ্কো তাবেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭। পরিবার সূত্রে খবর, চার বছর আগে তলপেটে ক্যানসার ধরা পড়ে এই পর্বাতারোহীর। জাপানের সাইতামা শহরের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

১৯৭৫-এ ৩৫ বছর বয়সে বিশ্বের প্রথম মহিলা হিসাবে এভারেস্ট জয় করেন জুঙ্কো। ১৯৯২-এর মধ্যে সপ্তশৃঙ্গ জয় করেন তিনি। শেষবার মাউন্ট ফুজিতে উঠেছিলেন ২০১১ সালে।

সত্তরের দশকে জাপানে একটি প্রচলিত ধারণা ছিল ঘরের বাইরে কাজ করবেন একমাত্র পুরুষরাই। মহিলারা ঘরহ সংসার সামলাবেন। কিন্তু জুঙ্কো তাবেই সেই প্রচলিত ধারণা ভেঙে দেন। জীবনের বেশির ভাগ সময়টাই পর্বতারোহনে কাটিয়ে দিয়েছেন জুঙ্কো। ৭০টিরও বেশি দেশে উচ্চতম শৃঙ্গগুলি জয় করেছেন। তাঁর দর্শন ছিল, জীবনকে একেবারে শেষ পর্যন্ত উপভোগ করো।

১৯৬৯-এ লেডিজ ক্লাইম্বিং ক্লাব তৈরি করেন। চিরাচরিত প্রথা ভেঙে মহিলাদের বেরিয়ে আসার পথ দেখিয়েছিলেন এই পর্বতারোহী।

১৯৩৯-এ জাপানের ফুকুশিমার ছোট পাহাড়ি শহর মিহারুতে জন্মগ্রহণ করেন জুঙ্কো তাবেই। মাউন্ট নাসুতে শিক্ষকরে হাত ধরেই প্রথম পর্বতে ওঠা তাঁর।

আরও খবর...

রাশিয়ায় এইআই-৮ হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত ২২

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Junko Tabei
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE