Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Hafiz Muhammad Saeed

পাকিস্তানে গৃহবন্দি মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদ

মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদকে গৃহবন্দি করল পাকিস্তান। জঙ্গি সংগঠন লস্কর তথা জামাত উদ দাওয়ার প্রধান হাফিজ সইদকে লাহৌরের কাদিসিয়া মসজিদে গৃহবন্দি করা হয়েছে বলে দাবি তাঁর সংগঠনের।

গৃহবন্দি মুম্বই হামলার প্রধান চক্রী।

গৃহবন্দি মুম্বই হামলার প্রধান চক্রী।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭ ২২:২৮
Share: Save:

মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদকে গৃহবন্দি করল পাকিস্তান।

জঙ্গি সংগঠন লস্কর তথা জামাত উদ দাওয়ার প্রধান হাফিজ সইদকে লাহৌরের কাদিসিয়া মসজিদে গৃহবন্দি করা হয়েছে বলে দাবি তাঁর সংগঠনের। জামাতকে নিষিদ্ধ করা হতে পারে বলেও দাবি তাদের। আমেরিকার চাপে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। টুইটারে সইদের দাবি, ‘‘ভারতের চাপেই এই সিদ্ধান্ত। জামাতকে নিষিদ্ধ করা হলে আমরা আদালতে যাব।’’

২৬/১১-এর মুম্বই হামলার অন্যতম এই চক্রীকে বহু দিন ধরেই নিজেদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছে ভারত। তাঁর বিরুদ্ধে একাধিক প্রমাণও ইসলামাবাদের হাতে তুলে তুলে দিয়েছে নয়াদিল্লি। কিন্তু লাভ কিছু হয়নি। আন্তর্জাতিক মহলের হুমকি উপেক্ষা করে পাক অধিকৃত কাশ্মীরে প্রকাশ্যে মিছিলও করতে দেখা গিয়েছিল তাঁকে। সম্প্রতি ভারতের সার্জিকাল স্ট্রাইকের পাল্টা হামলার চালানোর হুমকিও দিয়েছিলেল তিনি। পাক অধিকৃত কাশ্মীরের মিরপুরে একটি জনসভায় সইদ মন্তব্য করেছিলেন, ‘‘মোদী যা করার করেছেন। এ বার কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করার পালা মুজাহিদিনদের।’’

আরও পড়ুন: পাল্টা ‘সার্জিক্যাল স্ট্রাইকে’ ৩০ ভারতীয় সেনাকে হত্যার দাবি হাফিজের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hafiz Saeed Pakistan House arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE