Advertisement
৩০ এপ্রিল ২০২৪

কী ভাবে সন্তের স্বীকৃতি দেয় ভ্যাটিকান?

সম্ভবত আগামী বছর সন্ত হতে চলেছেন মাদার টেরেজা। কিন্তু জানেন কি কখন একজনকে সন্ত বলে মেনে নেয় ক্যাথলিক দুনিয়া? ক্যাথলিক গির্জাগুলি বিশ্বাস করে কর্মসূত্রে কেউই সন্ত হতে পারেন না।

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৫ ১১:৩৮
Share: Save:

সম্ভবত আগামী বছর সন্ত হতে চলেছেন মাদার টেরেজা। কিন্তু জানেন কি কখন একজনকে সন্ত বলে মেনে নেয় ক্যাথলিক দুনিয়া? ক্যাথলিক গির্জাগুলি বিশ্বাস করে কর্মসূত্রে কেউই সন্ত হতে পারেন না। জন্মের আগেই ঈশ্বরই ঠিক করে দেন, কে সন্ত হবেন এবং কে নয়। যাঁরা সন্ত হন তাঁরা আসলে ঐশ্বরিক ক্ষমতা নিয়েই জন্মান। পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি হয়েই আসেন তাঁরা। পোপের কাছ থেকে অন্তত দুটি আলৌকিক ক্ষমতার স্বীকৃতি মিললে মৃত্যুর পর সন্ত উপাধি পাওয়া যায়। স্বয়ং পোপ এর পর ভ্যাটিকানে ক্যানোনাইজেশন পদ্ধতির মাধ্যমে তাঁকে সন্ত বলে ঘোষণা করেন।

ভ্যাটিকান আসলে সন্ত তৈরি করে না, বরং ‘ঐশ্বরিক ক্ষমতার’ প্রমাণ পেলে তাঁকে সন্ত হিসাবে স্বীকৃতি দেয়।

৯৯৩ খ্রীষ্টাব্দে প্রথম সন্ত উপাধি পান বিশপ আলরিত অফ আলসবার্গ। তাঁকে স্বীকৃতি দেন পোপ পঞ্চদশ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE