Advertisement
০৫ মে ২০২৪
Lt Abu Bakr al-Samaraei

শিরশ্ছেদের আগে এ ভাবেই বুক চিতিয়ে ছিলেন এই ইরাকি অফিসার

ইসলামিক স্টেটের (আইএস) ঘাতকের হাতে ছুরি ধরা। কয়েক মুহূর্তের মধ্যেই তা নেমে আসবে তাঁর গলায়। কিন্তু, শিরশ্ছেদের ঠিক আগের মুহূর্তেও ইরাকি অফিসার আবু বকর আল-সামারাই মাথা উঁচিয়ে, বুক চিতিয়ে দাঁড়িয়ে। ভয়হীন, ভাবলেশহীন চোখমুখ। আর এই দুই ছবিই আপাতত ভাইরাল গোটা দুনিয়া জুড়ে।

ইরাকের ফার্স্ট লেফটেন্যান্ট আবু বকর আল-সামারাইয়ের শিরশ্ছেদের আগের মুহূর্তের ছবি। টুইটার থেকে।

ইরাকের ফার্স্ট লেফটেন্যান্ট আবু বকর আল-সামারাইয়ের শিরশ্ছেদের আগের মুহূর্তের ছবি। টুইটার থেকে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৩৮
Share: Save:

ইসলামিক স্টেটের (আইএস) ঘাতকের হাতে ছুরি ধরা। কয়েক মুহূর্তের মধ্যেই তা নেমে আসবে তাঁর গলায়। কিন্তু, শিরশ্ছেদের ঠিক আগের মুহূর্তেও ইরাকি অফিসার আবু বকর আল-সামারাই মাথা উঁচিয়ে, বুক চিতিয়ে দাঁড়িয়ে। ভয়হীন, ভাবলেশহীন চোখমুখ। আর এই দুই ছবিই আপাতত ভাইরাল গোটা দুনিয়া জুড়ে।

এমনিতেই আইএস জঙ্গিরা তাদের হাতে বন্দিদের নৃশংস ভাবে খুন করার ছবি এবং ভিডিও নিয়মিত প্রকাশ করে। সাধারণ নাগরিক-সহ বন্দি সেনাদের শিরশ্ছেদের ছবি-ভিডিও বহু বার ভাইরালও হয়েছে। নিন্দার ঝড় উঠেছে গোটা বিশ্ব জুড়ে।

সেই রকম ভাবেই তাদের হাতে বন্দি ইরাকের ফার্স্ট লেফটেন্যান্ট আবু বকর আল-সামারাইয়ের শিরশ্ছেদের ভিডিও তাদের ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশ করে আইএস। সেই ভিডিও থেকে ছবি ‘স্ক্রিন গ্র্যাব’ করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন হায়াদর আল খোয়েই নামে এক ব্যক্তি। এর পরেই ওই দু’টি ছবি ভাইরাল হয়ে যায়।

আরও খবর
পার্কে নীতি পুলিশের খবরদারি ফেসবুকে লাইভ করেদিলেন প্রেমিক যুগল!

একটি ছবিতে দেখা যাচ্ছে, সামারাইয়ের ঘাড়ের কাছে তাঁর জামার কলার ধরে রেখেছে এক জঙ্গি। তাঁর দু’চোখে নির্ভীক চাহনি। ভয় বা ভেঙে পড়ার চিহ্ন মাত্র নেই। অন্য ছবিতে দেখা যাচ্ছে, সামারাইয়ের মাথা পিছন থেকে টেনে ধরেছে এক জঙ্গি। আর গলার কাছে ধরা ছুরি। একটু পরেই যা নেমে আসবে সামারাইয়ের গলায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Iraqi Officer Abu Bakr al-Samaraei
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE