Advertisement
২৪ এপ্রিল ২০২৪

টুইটারে মালালার প্রথম পোস্ট, ২২ ঘণ্টায় অনুগামী ৪ লক্ষ

নারী শিক্ষার বিরুদ্ধে তালিবানি ফতোয়ার উল্টো স্রোতে গিয়ে শুক্রবার স্কুলের পাঠ শেষ করেছেন মালালা। ইংল্যান্ডের এজবাস্টন হাইস্কুলের ছাত্রী তিনি। গ্র্যাজুয়েশন শেষ। স্কুলের গণ্ডি পার করে এ বার তিনি পা রাখলেন সোশ্যাল দুনিয়ায়।

মালালা ইউসুফজাই। ফাইল চিত্র।

মালালা ইউসুফজাই। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৭ ১৭:৫২
Share: Save:

তালিবানি ফতোয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো সাহস দেখিয়েছিলেন তিনি। সেই অপরাধে মাথায় গুলি খেতে হয়েছিল এই কিশোরীকে। তাতেও দমানো যায়নি তাঁকে। মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক কঠিন বাধা পেরিয়ে গিয়েছেন। ২০১৪ সালে পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার। নোবেলপ্রাপক হিসাবে তিনিই সর্বকনিষ্ঠ। সেই মালালা ইউসুফজাই এ বার সোশ্যাল মিডিয়ায়! খুললেন টুইটার অ্যাকাউন্ট। আর মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তাঁর অনুগামীর সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ছাড়িয়ে গিয়েছে!

আরও পড়ুন: কুমিরকে বিয়ে করলেন মেয়র!

নারী শিক্ষার বিরুদ্ধে তালিবানি ফতোয়ার উল্টো স্রোতে গিয়ে শুক্রবার স্কুলের পাঠ শেষ করেছেন মালালা। ইংল্যান্ডের এজবাস্টন হাইস্কুলের ছাত্রী তিনি। গ্র্যাজুয়েশন শেষ। স্কুলের গণ্ডি পার করে এ বার তিনি পা রাখলেন সোশ্যাল দুনিয়ায়। ৭ জুলাই টুইটারে প্রথম টুইটটি করেন মালালা। যাতে লেখা ছিল ‘হাই টুইটার’। তাঁর টুইট দেখে মুহূর্তে হইচই শুরু হয়ে যায়। কিছু ক্ষণের মধ্যে তাঁকে টুইটারে স্বাগত জানান বিল গেটস কমলা হ্যারিস এবং জাস্টিন ট্রুডোর মতো বেশ কিছু নামী ব্যক্তিত্ব। এরই সঙ্গে টুইটারে মালালা নারী শিক্ষা এবং মহিলাদের প্রগতির পক্ষে সওয়াল করেন। বলেন ‘‘প্রতিটি মহিলার স্বতন্ত্র কাহিনি রয়েছে। নারীশিক্ষা এবং সমানাধিকার আদায়ের পক্ষে মহিলাদের আওয়াজই হল অস্ত্র।’’ []

কিছু ক্ষণের মধ্যে তাঁকে টুইটারে স্বাগত জানান বিল গেটস কমলা হ্যারিস এবং জাস্টিন ট্রুডোর মতো বেশ কিছু নামী ব্যক্তিত্ব।

এরই সঙ্গে টুইটারে মালালা নারী শিক্ষা এবং মহিলাদের প্রগতির পক্ষে সওয়াল করেন। বলেন ‘‘প্রতিটি মহিলার স্বতন্ত্র কাহিনি রয়েছে। নারীশিক্ষা এবং সমানাধিকার আদায়ের পক্ষে মহিলাদের আওয়াজই হল অস্ত্র।’’

নারী শিক্ষার বিরুদ্ধে তালিবানি ফতোয়ার উল্টো স্রোতে গিয়ে শুক্রবার স্কুলের পাঠ শেষ করেছেন মালালা। ইংল্যান্ডের এজবাস্টন হাইস্কুলের ছাত্রী তিনি। গ্র্যাজুয়েশন শেষ। স্কুলের গণ্ডি পার করে এ বার তিনি পা রাখলেন সোশ্যাল দুনিয়ায়। ৭ জুলাই টুইটারে প্রথম টুইটটি করেন মালালা। যাতে লেখা ছিল ‘হাই টুইটার’। তাঁর টুইট দেখে মুহূর্তে হইচই শুরু হয়ে যায়। কিছু ক্ষণের মধ্যে তাঁকে টুইটারে স্বাগত জানান বিল গেটস কমলা হ্যারিস এবং জাস্টিন ট্রুডোর মতো বেশ কিছু নামী ব্যক্তিত্ব। এরই সঙ্গে টুইটারে মালালা নারী শিক্ষা এবং মহিলাদের প্রগতির পক্ষে সওয়াল করেন। বলেন ‘‘প্রতিটি মহিলার স্বতন্ত্র কাহিনি রয়েছে। নারীশিক্ষা এবং সমানাধিকার আদায়ের পক্ষে মহিলাদের আওয়াজই হল অস্ত্র।’’

নারী শিক্ষার বিরুদ্ধে তালিবানি ফতোয়ার উল্টো স্রোতে গিয়ে শুক্রবার স্কুলের পাঠ শেষ করেছেন মালালা। ইংল্যান্ডের এজবাস্টন হাইস্কুলের ছাত্রী তিনি। গ্র্যাজুয়েশন শেষ। স্কুলের গণ্ডি পার করে এ বার তিনি পা রাখলেন সোশ্যাল দুনিয়ায়। ৭ জুলাই টুইটারে প্রথম টুইটটি করেন মালালা। যাতে লেখা ছিল ‘হাই টুইটার’। তাঁর টুইট দেখে মুহূর্তে হইচই শুরু হয়ে যায়। কিছু ক্ষণের মধ্যে তাঁকে টুইটারে স্বাগত জানান বিল গেটস কমলা হ্যারিস এবং জাস্টিন ট্রুডোর মতো বেশ কিছু নামী ব্যক্তিত্ব। এরই সঙ্গে টুইটারে মালালা নারী শিক্ষা এবং মহিলাদের প্রগতির পক্ষে সওয়াল করেন। বলেন ‘‘প্রতিটি মহিলার স্বতন্ত্র কাহিনি রয়েছে। নারীশিক্ষা এবং সমানাধিকার আদায়ের পক্ষে মহিলাদের আওয়াজই হল অস্ত্র।’’ []

কিছু ক্ষণের মধ্যে তাঁকে টুইটারে স্বাগত জানান বিল গেটস কমলা হ্যারিস এবং জাস্টিন ট্রুডোর মতো বেশ কিছু নামী ব্যক্তিত্ব।

এরই সঙ্গে টুইটারে মালালা নারী শিক্ষা এবং মহিলাদের প্রগতির পক্ষে সওয়াল করেন। বলেন ‘‘প্রতিটি মহিলার স্বতন্ত্র কাহিনি রয়েছে। নারীশিক্ষা এবং সমানাধিকার আদায়ের পক্ষে মহিলাদের আওয়াজই হল অস্ত্র।’’

নারী শিক্ষার বিরুদ্ধে তালিবানি ফতোয়ার উল্টো স্রোতে গিয়ে শুক্রবার স্কুলের পাঠ শেষ করেছেন মালালা। ইংল্যান্ডের এজবাস্টন হাইস্কুলের ছাত্রী তিনি। গ্র্যাজুয়েশন শেষ। স্কুলের গণ্ডি পার করে এ বার তিনি পা রাখলেন সোশ্যাল দুনিয়ায়। ৭ জুলাই টুইটারে প্রথম টুইটটি করেন মালালা। যাতে লেখা ছিল ‘হাই টুইটার’। তাঁর টুইট দেখে মুহূর্তে হইচই শুরু হয়ে যায়। কিছু ক্ষণের মধ্যে তাঁকে টুইটারে স্বাগত জানান বিল গেটস কমলা হ্যারিস এবং জাস্টিন ট্রুডোর মতো বেশ কিছু নামী ব্যক্তিত্ব। এরই সঙ্গে টুইটারে মালালা নারী শিক্ষা এবং মহিলাদের প্রগতির পক্ষে সওয়াল করেন। বলেন ‘‘প্রতিটি মহিলার স্বতন্ত্র কাহিনি রয়েছে। নারীশিক্ষা এবং সমানাধিকার আদায়ের পক্ষে মহিলাদের আওয়াজই হল অস্ত্র।’’ []

কিছু ক্ষণের মধ্যে তাঁকে টুইটারে স্বাগত জানান বিল গেটস কমলা হ্যারিস এবং জাস্টিন ট্রুডোর মতো বেশ কিছু নামী ব্যক্তিত্ব।

এরই সঙ্গে টুইটারে মালালা নারী শিক্ষা এবং মহিলাদের প্রগতির পক্ষে সওয়াল করেন। বলেন ‘‘প্রতিটি মহিলার স্বতন্ত্র কাহিনি রয়েছে। নারীশিক্ষা এবং সমানাধিকার আদায়ের পক্ষে মহিলাদের আওয়াজই হল অস্ত্র।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE