Advertisement
০৩ জুন ২০২৪
International

ফের আক্রমণাত্মক মোদী, সন্ত্রাসের বিরুদ্ধে যৌথ লড়াইয়ের ডাক আসিয়ানে

আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে ফের সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর। নাম না করে ফের পাকিস্তানকেই বিঁধলেন মোদী। সন্ত্রাসের রফতানি যে ভাবে দিন দিন বাড়ছে, যৌথ ভাবে তার জবাব দেওয়ার ডাক দিলেন তিনি।

বৃহৎ আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে ধারাবাহিক আক্রমণের মুখে ফেলে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

বৃহৎ আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে ধারাবাহিক আক্রমণের মুখে ফেলে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৫:১৮
Share: Save:

আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে ফের সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর। নাম না করে ফের পাকিস্তানকেই বিঁধলেন মোদী। সন্ত্রাসের রফতানি যে ভাবে দিন দিন বাড়ছে, যৌথ ভাবে তার জবাব দেওয়ার ডাক দিলেন তিনি। দক্ষিণ এশিয়া সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে কট্টরবাদ এবং বিদ্বেষমূলক মতবাদের বাড়বাড়ন্তের বিরুদ্ধেও আসিয়ান দেশগুলিকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন মোদী।

বিদেশ সফরে থাকাকালীন তিন দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার পাকিস্তানকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনের আয়োজন হয়েছে। বৃহস্পতিবার সেখানে ভারতের প্রধানমন্ত্রী নিজের ভাষণে বলেছেন, ‘‘সমাজের জন্য এখন সবচেয়ে বড় বিপদ হল সন্ত্রাসের রফতানি, ক্রমবর্ধমান কট্টরবাদ এবং চরম হিংসাত্মক কার্যকলাপ।’’ মোদী বলেন, এই সব বিপদ কখনও স্থানীয় স্তরে ঘনাচ্ছে, আবার কখনও আঞ্চলিক স্তরে। অর্থাৎ প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছেন, কোনও কোনও জঙ্গি মতবাদ দেশের মধ্যেই গজিয়ে উঠছে এবং নাশকতা চালাচ্ছে। আবার কোনও কোনও সংগঠন নির্দিষ্ট কয়েকটি দেশের ভূখণ্ডে ঘাঁটি গেড়ে গোটা দক্ষিণ এশিয়ায় নাশকতার জাল ছড়িয়ে দিচ্ছে। সন্ত্রাসবাদ, কট্টরবাদ আর বিদ্বেষের এই বাড়বাড়ন্তের বিরুদ্ধে যৌথ ভাবে লড়ার ডাকও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘আসিয়ান-ভুক্ত দেশগুলির সঙ্গে আমাদের সঙ্গে যে সম্পর্ক, তার ভিত্তিতে বহুস্তরীয় সমন্বয় এবং সহযোগিতা গড়ে তুলে যৌথ ভাবে সন্ত্রাসের জবাব দিতে হবে।’’ সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে, কট্টরবাদ নির্মূল করতে এবং সন্ত্রাসবাদীদের উপযুক্ত জবাব দিতে ভারত অত্যন্ত সুসংহত পদক্ষেপ নেবে বলেও মোদী জানিয়েছেন।

আরও পড়ুন: ‘ভারত-পাক ছোঁয়াচ বাঁচিয়ে চল লন্ডনে’, বার্তা চিনের বিমানে

পাকিস্তানের নাম উচ্চারণ না করলেও, ‘সন্ত্রাসের রফতানি’র কথা বলে মোদী যে পাকিস্তানের দিকেই ইঙ্গিত করেছেন, তা স্পষ্ট। পাক ভূখণ্ড থেকেই যে ভারতে নাশকতার ছক কষা হয় এবং ভারতে জঙ্গি পাঠানো হয়, তাও একাধিক বার প্রমাণিত হয়েছে। ফলে মোদী কোন দেশকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, তা বুঝতে কারও অসুবিধা হয়নি। সোমবারও নাম না করে পাকিস্তানকে কঠোর শব্দে আক্রমণ করেছিলেন মোদী। চিনের হাংঝাউতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে সে দিন মোদী বলেছিলেন, ‘‘একটি মাত্র দেশ গোটা দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসের এজেন্টদের ছড়িয়ে দিচ্ছে।’’ আসিয়ান-ভারত শীর্ষ বৈঠকেও সেই বার্তা দিয়ে সন্ত্রাসের বিরুদ্দে ভারতের কঠোর অবস্থানের ধারাবাহিকতা স্পষ্ট করে দিলেন মোদী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE