Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ইরাকে আটক নার্সরা সঙ্কটে

ইরাকের তিকরিতে আটকে পড়া ভারতীয় নার্সদের অবস্থা সঙ্কটজনক বলে জানাল বিদেশ মন্ত্রক। তাঁদের উদ্ধার করার আশা অবশ্য পুরোপুরি ছেড়ে দেয়নি ভারত সরকার। তিকরিতের দখল নিয়ে আইএসআইএলের সঙ্গে গত কয়েক দিন ধরে প্রবল সংঘর্ষ চলছে ইরাকি সেনার। বিমান হানা ও ট্যাঙ্ক হামলা চালিয়েও ওই শহর পুনর্দখল করতে পারেনি সেনাবাহিনী। কিন্তু সঙ্কটে পড়েছেন শহরের একটি হাসপাতালে আটকে পড়া ৪৬ জন ভারতীয় নার্স।

ইরাকের পার্লামেন্টে অস্থায়ী স্পিকার মেহদি অল-হাফিদ ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইব্রাহিম জাফারি। মঙ্গলবার। ছবি: রয়টার্স

ইরাকের পার্লামেন্টে অস্থায়ী স্পিকার মেহদি অল-হাফিদ ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইব্রাহিম জাফারি। মঙ্গলবার। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জুলাই ২০১৪ ০২:০৪
Share: Save:

ইরাকের তিকরিতে আটকে পড়া ভারতীয় নার্সদের অবস্থা সঙ্কটজনক বলে জানাল বিদেশ মন্ত্রক। তাঁদের উদ্ধার করার আশা অবশ্য পুরোপুরি ছেড়ে দেয়নি ভারত সরকার।

তিকরিতের দখল নিয়ে আইএসআইএলের সঙ্গে গত কয়েক দিন ধরে প্রবল সংঘর্ষ চলছে ইরাকি সেনার। বিমান হানা ও ট্যাঙ্ক হামলা চালিয়েও ওই শহর পুনর্দখল করতে পারেনি সেনাবাহিনী। কিন্তু সঙ্কটে পড়েছেন শহরের একটি হাসপাতালে আটকে পড়া ৪৬ জন ভারতীয় নার্স। আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরুদ্দিন জানান, হাসপাতালের কাছেই লড়াই চলছে আইএসআইএল ও ইরাকি সেনার। প্রাণ বাঁচাতে বেসমেন্টে আশ্রয় নিয়েছেন নার্সরা। তবে এখনও খাবার ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অন্য সামগ্রী পাচ্ছেন তাঁরা।

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, গত কাল ওই নার্সদের উদ্ধার করতে অভিযান চালিয়েও ব্যর্থ হয় ইরাকি সেনা। আজ ফের চেষ্টা চালানো হবে। আকবরুদ্দিনের কথায়, “পরিস্থিতি খুবই সঙ্কটজনক। তবে ওঁদের উদ্ধার করার আশা ছাড়িনি আমরা।”

প্রধানমন্ত্রী নুরি অল-মালিকিকে সরিয়ে ইরাকে একটি নয়া সরকার গঠনের জন্য সক্রিয় আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়া। আন্তর্জাতিক চাপে আজ ইরাকি পার্লামেন্টের অধিবেশনও বসে। কিন্তু আইএসআইএলের বাগদাদ দখলের সম্ভাবনার মুখেও শিয়া, সুন্নি ও কুর্দ এমপি-রা ঐক্যবদ্ধ হতে পারেননি। আইএসআইএলের বিরুদ্ধে লড়লেও মালিকি সরকারের সঙ্গে হাত মেলায়নি উত্তরের কুর্দ সম্প্রদায়। বরং ইরাক থেকে বিচ্ছিন্ন হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন স্বশাসিত কুর্দ অঞ্চলের প্রেসিডেন্ট মাসুদ বারজানি। আজ অধিবেশনের শুরুতেই কুর্দ এমপিদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন মালিকির সমর্থক শিয়া এমপিরা। কুর্দ স্বশাসিত অঞ্চলের জন্য বাজেটে বরাদ্দ টাকা না দেওয়ার পাল্টা অভিযোগ তোলেন কুর্দরা। গোলমালের জেরে কুর্দ ও সুন্নিরা ওয়াক-আউট করেন। নয়া প্রধানমন্ত্রী ও সরকার গঠনের কাজ অসম্পূর্ণই থেকে যায়।

তবে সাউথ ব্লক সূত্রে খবর, সরার জন্য মালিকিকে প্রবল চাপ দিচ্ছে আমেরিকা ও রাশিয়া। ফলে আগামিকাল ইস্তফা দিতে পারেন তিনি। নয়া সরকারের প্রধান শিয়া সম্প্রদায়ের কোনও নেতা হওয়ার সম্ভাবনাই বেশি।

নয়া সরকার গঠন করা গেলে ইরাকি সেনার মনোবলও বাড়বে বলে মনে করছে নয়াদিল্লি। তিকরিতে নার্সদের উদ্ধারের বিষয়ে ওই সেনার উপরেই নির্ভর করছে ভারত সরকার। মসুলে অপহৃত ৩৯ জনের উদ্ধারের বিষয়ে বিশেষ অগ্রগতি হয়নি বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর। নামপ্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক জানিয়েছেন, জঙ্গিরা মুক্তিপণ বা অন্য কোনও দাবি না জানানোয় দরকষাকষি চালানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

ইরাকে যে সব এলাকায় লড়াই চলছে না সেখান থেকে ফেরার জন্য ২৩২ জন ভারতীয়ের টিকিট ইতিমধ্যেই কিনে ফেলেছে কেন্দ্র। যাঁরা ফিরছেন তাঁদের মধ্যে উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশের মানুষই সংখ্যায় বেশি বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। আছেন কেরল ও তামিলনাড়ুর বাসিন্দারাও। তবে ১ হাজার ভারতীয় এখনও ইরাকেই থেকে যেতে চান বলে জানিয়েছেন আকবরুদ্দিন। ইরাকে আটকে পড়েছেন অনেক নেপালিও। তাঁদের উদ্ধার করতে নয়াদিল্লির সাহায্য চেয়েছে কাঠমান্ডু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

iraq crisis indian nurse isis isil
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE