Advertisement
২৭ এপ্রিল ২০২৪
International news

পাক প্রধানমন্ত্রীকে কোট-বেল্ট খুলিয়ে তল্লাশি মার্কিন বিমানবন্দরে

কেমন সেই তল্লাশি? ভিডিয়োয় দেখা গিয়েছে, যে কোট তিনি পরেছিলেন, সেটা হাতে ধরে রয়েছেন। তল্লাশিতে বিধ্বস্ত আব্বাসিকে গায়ের টি শার্ট ঠিক করতে দেখা গিয়েছে। তল্লাশির শেষে এক হাতে কোট, অন্য হাতে নিজের স্যুটকেস টানতে টানেত তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে যান।

শহিদ খকন আব্বাসি। ফাইল চিত্র।

শহিদ খকন আব্বাসি। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৮ ১৪:১৭
Share: Save:

মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিলেছিল সে দেশের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উষ্ণ আলিঙ্গন। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খকন আব্বাসির কপালে জুটল কি না একরাশ ‘হেনস্থা’! যদিও মোদীর মতো সরকারি সফরে নয়, আব্বাসির এই সফর ছিল একেবারেই ব্যক্তিগত। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে কোট আর বেল্ট খুলিয়ে তাঁকে তল্লাশি করার ঠিক পরের মুহূর্তের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেও যে ট্রাম্প প্রশাসনের খুব একটা হেলদোল রয়েছে, তা নয়। তবে, পাকিস্তানে কিন্তু এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল গত সপ্তাহে। অসুস্থ বোনের সঙ্গে দেখা করার জন্য নিউ ইয়র্কে পা দিতেই তল্লাশির মুখে পড়েন পাক প্রধানমন্ত্রী। কেমন সেই তল্লাশি? ভিডিয়োয় দেখা গিয়েছে, যে কোট তিনি পরেছিলেন, সেটা হাতে ধরে রয়েছেন। প্যান্টের বেল্ট এবং টি শার্ট ঠিক করতেও দেখা গিয়েছে তাঁকে। শেষে এক হাতে কোট, অন্য হাতে নিজের স্যুটকেস টানতে টানতে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে যান।

পাক প্রশাসন বিষয়টি নিয়ে মুখ খুলছে না। তবে সেই দেশের সংবাদ মাধ্যম কিন্তু বিষয়টি নিয়ে আড়াআড়ি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। জিও নিউজের বক্তব্য, শাহিদ খকন আব্বাসি সাধারণ মানুষের জীবন যাপন করেন। ব্রিটেনে ব্যক্তিগত সফরে গিয়েও তিনি ট্রেনে যাতায়াত করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে সফরও ব্যক্তিগত বলেই হয়ত বাড়তি সুযোগ নিতে চাননি। অন্য পক্ষের পাল্টা দাবি, একজন রাষ্ট্রপ্রধানের কোনও সফরই স্রেফ ‘ব্যক্তিগত’ হতে পারে না। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকা সত্ত্বেও তল্লাশি করে শুধু আব্বাসিকেই অপমান করেনি মার্কিন প্রশাসন, এটা পাকিস্তানেরও অপমান।

দেখুন ভিডিয়ো:

আরও পড়ুন: পরমাণু নিরস্ত্রীকরণে রাজি, চিনে প্রতিশ্রুতি কিমের

আরও পড়ুন: ডালপালা ছড়াচ্ছে দাউদের কোম্পানি

কেন তাঁর সঙ্গে এমন আচরণ? জন এফ কেনেডি বিমানবন্দর বলছে, গোটাটাই রুটিন তল্লাশি। যদিও অনেকে এই ঘটনার মধ্যে ট্রাম্পের ‘পাক নীতির’ প্রতিফলন দেখতে পাচ্ছেন। জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগে, ইতিমধ্যেই পাকিস্তানের উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। তার উপর পাকিস্তানিদের ভিসা দেওয়া নিয়ে আরও বিধিনিষেধ চাপানোর কথা ভাবা হচ্ছে। অনেকেই বলছেন, আব্বাসিকে তল্লাশির ঘটনায় আরও বিষিয়ে যেতে পারে পাক-মার্কিন সম্পর্ক।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বিমানবন্দরে জামাকাপড় খুলিয়ে তল্লাশির মুখে পড়ার ঘটনা এই প্রথম নয়। আগেও বহু বার এমন ঘটনা নিয়ে হইচই হয়েছে। এ দেশেরও অনেক নেতা, মন্ত্রী, আমলা, সেলিব্রিটিকে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। এই তালিকায় এ পি জে আবদুল কালাম, জর্জ ফার্নান্ডেজ, মীরা শঙ্কর, শাহরুখ খানের মতো আরও অনেকেই রয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE