Advertisement
০৫ মে ২০২৪
International

পরমাণু যুদ্ধ করতে গেলে মানচিত্র থেকে পাকিস্তান মুছে যাবে: পাক বিশ্লেষক

ভারত পরমাণু হামলা চালানো পাকিস্তানের পক্ষে আত্মহত্যার সামিল হবে। ইসলমাবাদকে এ ভাবেই সতর্ক করলেন পাকিস্তানেরই প্রবীণ সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক হামিদ নিসার। ভারতের সঙ্গে পরমাণু যুদ্ধে জড়ালে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে পাকিস্তান। মত ওই বিশেষজ্ঞের।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৬ ১৩:৫৯
Share: Save:

ভারত পরমাণু হামলা চালানো পাকিস্তানের পক্ষে আত্মহত্যার সামিল হবে। ইসলমাবাদকে এ ভাবেই সতর্ক করলেন পাকিস্তানেরই প্রবীণ সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক হামিদ নিসার। ভারতের সঙ্গে পরমাণু যুদ্ধে জড়ালে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে পাকিস্তান। মত ওই বিশেষজ্ঞের। নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা বাড়তেই পরমাণু যুদ্ধের হুঙ্কার ছাড়তে থাকায় পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বকেও এক হাত নিয়েছেন তিনি।

হামিদ নিসার একটি টিভি টক শোয়ে পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশে বলেছেন, ভারতকে পরমাণু হামলার হুমকি দেওয়া এখনই বন্ধ করা উচিত। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ সম্প্রতি ভারতে পরমাণু হামলার হুমকি দিয়েছেন। পাক প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্যের পরই লস্কর তথা জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদ এবং হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিন বার বার ভারতে পরমাণু হামলা চালানোর হুঙ্কার ছাড়তে শুরু করেছেন। এর প্রেক্ষিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন, ‘‘পরমাণু যুদ্ধ যদি চাপিয়ে দেওয়া হয়, তা হলে পাকিস্তানকে এর খুব চড়া মূল্য চোকাতে হবে।’’ সেই প্রসঙ্গে পাকিস্তানের একটি টলিভিশন চ্যানেলে আলোচনা চলছিল। পাক সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক হাসান নিসার সেখানে বলেন, ‘‘বার বার ভারতকে খুঁচিয়ে আমরা তাকে আমাদের শত্রু বানিয়ে ফেলেছি। অকারণেই আমরা তা করেছি।’’ পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বের তীব্র নিন্দা করে নিসার আরও বলেন, ‘‘আমাদের পাকিস্তানে এক দল অশিক্ষিত লোক রয়েছেন। তাঁরা জানেনই না যে পরমাণু বোমা মানে কী।’’

হাসান নিসার। এই পাক বিশ্লেষকই সতর্ক করেছেন ইসলামাবাদকে।

নিসারের ব্যাখ্যা, ভারতের ১০০ কোটিরও অনেক বেশি মানুষের বাস। পাকিস্তানের জন্যসংখ্যা মাত্র ১৮ কোটি। ভারত পাকিস্তানে যে পরিমাণ পরমাণু আক্রমণ চালিয়ে গোটা পাকিস্তানের জনস্যংখ্যাকে সম্পূর্ণ মুছে দিতে পারে, পাকিস্তান তার চার গুণ আক্রমণ ভারতের উপর চালালেও ভারতীয় জনসংখ্যাকে মুখে ফেলতে পারবে না। কোটি কোটি মানুষ ভারতে রয়ে যাবেন দেশ চালানোর জন্য। কিন্তু পাকিস্তানে আর এক জনও অবশিষ্ট থাকবেন না। পাকিস্তান শেষ হয়ে যাবে। হাসান নিসারের ভাষায়, ‘‘আমাদের পাকিস্তানে বিরাট সংখ্যক উন্মাদ রয়েছ, যারা নিজেদের ধ্বংসের কথা ভেবে উল্লসিত হয়।’’

আরও পড়ুন: আমেরিকার পর এ বার রাশিয়াকেও পাশে পেল ভারত

হাসান নিসারের মতো প্রবীণ রাজনৈতিক বিশ্লেষকের এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তানে। প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ এবং জঙ্গি সংগঠনগুলির প্রধানদের বিরুদ্ধেই যে নিসারের মূল আক্রমণ, তা স্পষ্ট। প্রমাণু যুদ্ধের হুঙ্কার দেওয়াকে পাকিস্তানের সুশীল সমাজের একাংশ যে একেবারেই বাসত্বসম্মত হিসেবে দেখছেন না, হাসান নিসার তা স্পষ্ট করে দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE