Advertisement
২৫ এপ্রিল ২০২৪
International News

ধর্ম ছাড়ুন, না হলে শাস্তির মুখে পড়ুন: সদস্যদের বার্তা চিনের কমিউনিস্ট পার্টির

চিনা কমিউনিস্ট পার্টি ঘোষিত ভাবেই নাস্তিক। দলের প্রত্যেক সদস্যকেও নাস্তিকই হতে হবে, এটাও নিয়মের মধ্যেই পড়ে। সেই নিষেধাজ্ঞা এ বার কঠোর ভাবে কার্যকরী করতে চাইছে চিনের সরকার তথা শাসক দল। খবর গ্লোবাল টাইমস সূত্রের।

চিনের গুইঝোউ প্রদেশে সংখ্যালঘু ‘য়ি’ সম্প্রদায়ের মশাল উৎসব। এই ধরনের সামাজিক বা ধর্মীয় আচার-অনুষ্ঠান চিনে হয়। কিন্তু কমিউনিস্ট পার্টির সদস্যরা তাতে কোনও ভাবেই যুক্ত থাকতে পারবেন না বলে সতর্কবার্তা দিয়েছে সরকার। ছবি: রয়টার্স।

চিনের গুইঝোউ প্রদেশে সংখ্যালঘু ‘য়ি’ সম্প্রদায়ের মশাল উৎসব। এই ধরনের সামাজিক বা ধর্মীয় আচার-অনুষ্ঠান চিনে হয়। কিন্তু কমিউনিস্ট পার্টির সদস্যরা তাতে কোনও ভাবেই যুক্ত থাকতে পারবেন না বলে সতর্কবার্তা দিয়েছে সরকার। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৭ ১৮:২৭
Share: Save:

ধর্মবিশ্বাসী হলেই কঠোর শাস্তির মুখে পড়তে হবে। দলের সদস্যদের এমনই হুঁশিয়ারি দিল চিনের কমিউনিস্ট পার্টি। চিনে ঈশ্বর বিশ্বাসী হওয়া বা ধর্মাচরণ করা নিষিদ্ধ নয়। কিন্তু কমিউনিস্ট পার্টির সদস্যদের জন্য যে কোনও ধরনের ধর্মাচরণ গোড়া থেকেই নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা অঘোষিত ভাবেই কিছুটা শিথিল রেখেছিল চিনা কমিউনিস্ট পার্টি। কিন্তু দলের পত্রিকায় এ বার কঠোর সতর্কবার্তা দিয়ে বলা হল— হয় নিষ্ঠাবান মার্কসবাদী হন, না হলে শাস্তির মুখে পড়ার জন্য প্রস্তুত থাকুন।

জনজাতিগুলির সামাজিক বা ধর্মীয় আচার-অনুষ্ঠানে বাধা দিলে যে হিতে বিপরীত হতে পারে, তা বেজিং জানে। ছবি: রয়টার্স।

চিনা কমিউনিস্ট পার্টি ঘোষিত ভাবেই নাস্তিক। দলের প্রত্যেক সদস্যকেও নাস্তিকই হতে হবে, এটাও নিয়মের মধ্যেই পড়ে। সেই নিষেধাজ্ঞা এ বার কঠোর ভাবে কার্যকরী করতে চাইছে চিনের সরকার তথা শাসক দল। খবর গ্লোবাল টাইমস সূত্রের। পার্টির গুরুত্বপূর্ণ কর্মকর্তা তথা চিনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর রিলিজিয়াস অ্যাফেয়ারস-এর ডিরেক্টর ওয়াং জুয়ান কমিউনিস্ট পার্টির পত্রিকায় লিখেছেন, ‘‘দলের সদস্যদের কোনও ধর্মীয় বিশ্বাস থাকা উচিত নয়, এটা দলের প্রত্যেক সদস্যের জন্য অলঙ্ঘনীয় কর্তব্য।’’

চিনের জিয়াংশি প্রদেশ। ভাল ফলনের আনন্দে ঈশ্বরের মূর্তি নিয়ে আগুনের মধ্যে দিয়ে দৌড় গ্রামবাসীদের। এই ছবি খুবই স্বাভাবিক চিনে। কিন্তু নাগরিকদের মধ্যে এই ঈশ্বর বিশ্বাসকে হাতিয়ার করে বিভিন্ন বিদেশি শক্তি চিনে অশান্তি সৃষ্টি করতে চাইছে বলে বেজিং এখন মনে করছে। ছবি: রয়টার্স।

চিনা কমিউনিস্ট পার্টির সদস্য সংখ্যা এখন প্রায় ৯ কোটি। কিন্তু তাঁদের অনেকেই এখন ধর্মাচরণ বা ধর্মীয় আচার-অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন। দলীয় আদর্শের বিপরীতে গিয়ে যাঁরা ধর্মাচরণে বিশ্বাস রাখেন এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন, তাঁদের দল থেকে তাড়িয়ে দেওয়ার দাবিও উঠেছে একাধিকবার। কিন্তু চিনা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব এত দিন সচেতন ভাবেই ততটা কঠোর পদক্ষেপ করেনি। ধর্মাচরণ সংক্রান্ত বিধিনিষেধকে অঘোষিত ভাবেই কিছুটা শিথিল রাখা হয়েছিল বরাবর। সেই শিথিলতা নাকি আর চাইছে না চিনা কমিউনিস্ট পার্টি। তাই ধর্মাচরণ সংক্রান্ত দফতরের প্রধান ওয়াং জুয়ান কমিউনিস্ট পার্টির সব সদস্যের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছেন। তিনি লিখেছেন, ‘‘দলের সদস্যদের নিষ্ঠাবান মার্কসবাদী হতে হবে, দলীয় বিধি মেনে চলতে হবে এবং দলীয় বিশ্বাসের প্রতি অনুগত থাকতে হবে।’’

আরও পড়ুন: তিব্বতে প্রচুর অস্ত্রশস্ত্র মজুত করছে চিন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

China China's Communist Party
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE